সন্ধ্যা ৬:১০
শুক্রবার
২৬ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৩ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১৭ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

সামাজিক যোগাযোগ মাধ্যম টিপ নিয়ে উত্তাল

টিপ পরার কারণে সম্প্রতি তেজগাঁও কলেজের শিক্ষক লতা সমাদ্দারকে লাঞ্ছনা ও অশালীন আচরণকে কেন্দ্র করে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। নেটিজেনরা বলছেন, সমাজের অসংগতির বিরুদ্ধে এমন সম্মিলিত ও স্বতঃপ্রণোদিত এই প্রতিক্রিয়া জানান দেয়, বিবেকবোধ ও মানবতা এখনো বেঁচে আছে। শুধু তাই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত এই ঘটনা।

পিছিয়ে নেই তারকারাও। কিংবদন্তি অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার সঙ্গে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে সম্প্রতি নারী-পুরুষ নির্বিশেষে কপালে পরা টিপ ছবি পোস্ট করছেন সবাই। তিনি জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন: ‘দেশের কোন আইনে আছে টিপ পরা যাবে না?’

এই প্রতিবাদে অভিনেত্রীদের তালিকায় আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, আশনা হাবিব ভাবনা, সানারেই দেবী শানু, নাজনীন হাসান চুমকী, ফারজানা চুমকী, কুসুম শিকদার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীপান্বিতা মার্টিনসহ আরও অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জলের গান ব্যান্ডের শিল্পী রাহুল আনন্দ টিপের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন: ‘ফেরদৌসী প্রিয়ভাষিণীর কপালে স্বাধীনতার সূর্যোদয়…।’ এদিকে, টিপকে ভালোবাসার চিহ্ন বলেছেন অবসকিওর ব্যান্ড নেতা টিপু। এছাড়াও কপালে টিপ পরা ছবি প্রকাশ করে এই প্রতিবাদে সংহতি জানিয়েছেন অভিনেতা প্রাণ রায়, মনোজ প্রামাণিক, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, আনিসুর রহমান মিলনসহ আরও অনেকে।

এদিকে পুরুষের কপালে টিপ দেওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কেউ কেউ বিষয়টিকে সাধুবাদ জানালেও অনেকেই এটিকে ভালো চোখে দেখছেন না। তাদের কথায় ফুটে উঠেছে কটাক্ষের সুর।

এসএইচ-১৪/০৪/২২ (প্রযুক্তি ডেস্ক)

নারী বিশ্বকাপের সেরা একাদশে সালমা খাতুন

অপ্রতিরোধ্য এবং অবিশ্বাস্য অস্ট্রেলিয়ার রেকর্ড সপ্তমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরার দিনে পর্দা নামল আরেকটি নারী ওয়ানডে বিশ্বকাপের। বিশ্ব আসর শেষে ঘোষণা করা হয়েছে ‘মোস্ট ভ্যালুয়েবল টিম’ তথা বিশ্বকাপের সেরা একাদশ। যেখানে লাল-সবুজের পতাকাকে গর্বিত করেছেন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক সালমা খাতুন।

বাংলাদেশের জন্য অভিষেক বিশ্বকাপ ছিল নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপ। প্রথম আসরে প্রথম জয় এসেছিল পাকিস্তানের বিপক্ষে। এছাড়া আর কোনো ম্যাচ জিততে না পারলেও বেশ কয়েকটি ম্যাচে জেতার খুব কাছাকাছি গিয়ে ফিরে আসে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। বাংলাদেশের এ স্বপ্নযাত্রায় বল হাতে দারুণ সফল ছিলেন অভিজ্ঞ টাইগ্রেস সদস্য সালমা খাতুন। এবার সেটিরই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে সালমা খাতুন বল হাতে ৯ ওভারে মাত্র ২৯ রান খরচায় তুলে নিয়েছিলেন মূল্যবান একটি উইকেট। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করার ম্যাচেও মূল্যবান তিনটি উইকেট তুলে নিয়ে অজি ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন।

টুর্নামেন্টজুড়ে বল হাতে ছড়ি ঘুরিয়ে তুলে নিয়েছেন ১০ উইকেট। সেরা ২৩ রানে ৩ উইকেট। ইকোনমি : ৩.৭৯।

এদিকে, নারী বিশ্বকাপের ফাইনালে ১৭০ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন হিলি। টুর্নামেন্টজুড়ে দাপুটে ব্যাটিংয়ে হয়েছেন ম্যান অব দ্যা টুর্নামেন্টও।

৫৬.৫৫ গড়ে করেছেন ৪০৯ রান। যেখানে ফিফটি ও সেঞ্চুরি রয়েছে দুটি করে। উইকেটের পেছনেও বেশ সফল ছিলেন অজি এ উইকেটরক্ষক ব্যাটার। চার ক্যাচের পাশাপাশি স্ট্যাম্পিং ছিল ৪টি।

বিশ্বকাপ সেরা একাদশে সর্বোচ্চ চারজন জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার। অধিনায়কত্বেরও দায়িত্ব পেয়েছেন অজি বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যাগ ল্যানিং। এছাড়া দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের দুজন করে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের একজন করে জায়গা পেয়েছেন।

তবে ভারত এবং পাকিস্তানের কোনো ক্রিকেটার এ তালিকায় নেই। এছাড়া বাজে পারফর্ম করা স্বাগতিক নিউজিল্যান্ডেরও কেউ নেই এ তালিকায়।

নারী বিশ্বকাপের সেরা একাদশ
লরা ওলবারডার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), ম্যাগ ল্যানিং (অস্ট্রেলিয়া), রাকায়েল হেইনেস (অস্ট্রেলিয়া), ন্যাট স্কাইভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), সোপি এগলসটন (ইংল্যান্ড), শাবনিম ইসমাঈল (দক্ষিণ আফ্রিকা) এবং সালমা খাতুন (বাংলাদেশ)।

এসএইচ-১৩/০৪/২২ (স্পোর্টস ডেস্ক)

রুক্মিণীকে দেব যা বললেন……….

টালিউড সুপারস্টার দেবের সঙ্গে রুক্মিণীর প্রেমের কথা অনেকেই জানেন। লম্বা সময় ধরে চুটিয়ে প্রেম করছেন দেব-রুক্মিণী। রিল লাইফ থেকেই তাদের রিয়েল লাইফের প্রেম শুরু।

দেবের হাত ধরে ২০১৭ সালে টালিউডে পা রাখেন রুক্মিণী। প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন ‘চ্যাম্প’ সিনেমায়। এরপর অভিনয় করেছেন ৬টি সিনেমায়। ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে এ জুটির ষষ্ঠ সিনেমা ‘কিশমিশ’।

সিনেমায় ‘কৃষাণু’ চরিত্রে অভিনয় করেছেন দেব। তার বিপরীতে ‘রোহিনী’ চরিত্রে পর্দায় আসবেন রুক্মিণী। দাদা, দিদি ও ডিটেকটিভদের ভিড়ে ছোট্ট প্রেমের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এমনটাই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস সূত্রে।

মুক্তি উপলক্ষ্যে প্রচারে বেশ ব্যস্ত সময় পার করছেন দেব-রুক্মিণী। প্রচারের ফাঁকে এক সাক্ষাৎকারে দেব রুক্মিণীর উদ্দেশে বলেন, ‘তুমি আমার বুকে এমনিই আছো।’ এ কথা শুনে লজ্জায় লাল হওয়ার মতো অবস্থা অভিনেত্রীর।

সবশেষ দেবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘পাসওয়ার্ড’ সিনেমায় অভিনয় করেছিলেন রুক্মিণী। তারপর আবির চ্যাটার্জির সঙ্গে অভিনয় করেছেন ‘সুইজারল্যান্ড’ সিনেমায়। এরপর শেষ করেছেন বলিউডের ‘সনক’ সিনেমার শুটিং।

এসএইচ-১২/০৪/২২ (বিনোদন ডেস্ক)

কাতারই যাদের শেষ বিশ্বকাপ

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে। কাতারের দোহায় সম্প্রতি আসন্ন বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এখন তুমুল আলোচনা চলছে ৩২ দেশের জমকালো এ আয়োজনে কে কোন প্রতিপক্ষকে পাচ্ছে সেসব নিয়ে। এদিকে, কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে অনেক তারকা ফুটবলারের শেষ বিশ্বকাপ। সম্ভাব্য এমন ২০ জনকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গোলডটকম।

এটা অনেকটা অনুমেয় যে, বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুজনেরই কাতার বিশ্বকাপই দেশের জার্সিতে শেষ বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। কারণ মেসির বয়স ৩৪ আর রোনালদোর ৩৭। আর তাই আরেকটা বিশ্বকাপে খেলা তাদের জন্য অসম্ভবই বটে। তবে মেসি-রোনালদো ছাড়াও আর কে কে আছে এ তালিকায়? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

লিওনেল মেসি
দেশ : আর্জেন্টিনা
বিশ্বকাপ অভিষেক : ২০০৬
বয়স : ৩৪
পজিশন : ফরোয়ার্ড

ক্রিস্টিয়ানো রোনালদো
দেশ : পর্তুগাল
বিশ্বকাপ অভিষেক : ২০০৬
বয়স : ৩৭
পজিশন : ফরোয়ার্ড

রবার্ট লেওয়ানডোস্কি
দেশ : পোল্যান্ড
বিশ্বকাপ অভিষেক : ২০১৮
বয়স : ৩৩
পজিশন : ফরোয়ার্ড

লুইস সুয়ারেজ
দেশ : উরুগুয়ে
বিশ্বকাপ অভিষেক : ২০১০
বয়স : ৩৫
পজিশন : ফরোয়ার্ড

এডিনসন কাভানি
দেশ : উরুগুয়ে
বিশ্বকাপ অভিষেক : ২০১০
বয়স : ৩৫
পজিশন : ফরোয়ার্ড

লুকা মদ্রিচ
দেশ : ক্রোয়েশিয়া
বিশ্বকাপ অভিষেক : ২০০৬
বয়স : ৩৬
পজিশন : মিডফিল্ডার

ম্যানুয়েল নয়্যার
দেশ : জার্মানি
বিশ্বকাপ অভিষেক : ২০১০
বয়স : ৩৬
পজিশন : গোলকিপার

থমাস মুলার
দেশ : জার্মানি
বিশ্বকাপ অভিষেক : ২০১০
বয়স : ৩২
পজিশন : ফরোয়ার্ড

দানি আলভেজ
দেশ : ব্রাজিল
বিশ্বকাপ অভিষেক : ২০১০
বয়স : ৩৮
পজিশন : রাইটব্যাক

থিয়াগো সিলভা
দেশ : ব্রাজিল
বিশ্বকাপ অভিষেক : ২০১০
বয়স : ৩৭
পজিশন : ডিফেন্ডার

এইডেন হ্যাজার্ড
দেশ : বেলজিয়াম
বিশ্বকাপ অভিষেক : ২০১০
বয়স : ৩১
পজিশন : উইঙ্গার

জর্দি আলবা
দেশ : স্পেন
বিশ্বকাপ অভিষেক : ২০১৪
বয়স : ৩৩
পজিশন : লেফটব্যাক

অলিভিয়ার জার্ড
দেশ : ফ্রান্স
বিশ্বকাপ অভিষেক : ২০১৪
বয়স : ৩৫
পজিশন : ফরোয়ার্ড

সার্জিও বুস্কেটস
দেশ : স্পেন
বিশ্বকাপ অভিষেক : ২০১০
বয়স : ৩৩
পজিশন : মিডফিল্ডার

অ্যাঞ্জেল ডি মারিয়া
দেশ : আর্জেন্টিনা
বিশ্বকাপ অভিষেক : ২০১০
বয়স : ৩৩
পজিশন : উইঙ্গার

পেপে
দেশ : পর্তুগাল
বিশ্বকাপ অভিষেক : ২০১০
বয়স : ৩৯
পজিশন : ডিফেন্ডার

ম্যাটস হামেলস
দেশ : জার্মানি
বিশ্বকাপ অভিষেক : ২০১৪
বয়স : ৩৩
পজিশন : ডিফেন্ডার

ডিয়েগো গডিন
দেশ : উরুগুয়ে
বিশ্বকাপ অভিষেক : ২০১০
বয়স : ৩৬
পজিশন : ডিফেন্ডার

মায়া ইয়োশিদা
দেশ : জাপান
বিশ্বকাপ অভিষেক : ২০১৪
বয়স : ৩৩
পজিশন : ডিফেন্ডার

এসএইচ-১১/০৪/২২ (স্পোর্টস ডেস্ক)

শ্রীলঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নির্ভাদ পদত্যাগ করেছেন। মন্ত্রিসভার ২৬ সদস্যের পদত্যাগের পর শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নির্ভাদ পদত্যাগ করেছেন।

সোমবার  টুইটবার্তায় অজিত বলেন, ‘মন্ত্রিপরিষদের পদত্যাগের পরিপ্রেক্ষিতে আমি আমার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গোতবায়ে রাজাপাকসের কাছে পেশ করেছি।’

এর আগে তীব্র অর্থনৈতিক সংকট ও চলমান বিক্ষোভের মুখে রোববার (৩ এপ্রিল) রাতে মন্ত্রিসভার ২৬ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী। তবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এখনো নিজ পদে বহাল রয়েছেন। যদিও এর আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন বলে গুঞ্জন উঠেছিল। পরে এই খবর ভিত্তিহীন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে জরুরি অবস্থার মধ্যেও শ্রীলঙ্কায় অব্যাহত রয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। রোববারও  রাস্তায় নামে শত শত মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। এদিন কারফিউ লঙ্ঘনের অভিযোগে রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহর থেকে কয়েকশো বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ‌‌’গোতা গো হোম’ স্লোগানে বিক্ষোভ করেন বিরোধী দলের নেতাকর্মীরাও। একপর্যায়ে তাদেরও বাধা দেয় নিরাপত্তা বাহিনী। তবে বিরোধীরা বলছেন, এই আন্দোলন সাধারণ মানুষের। কারফিউ কিংবা জরুরি অবস্থা জারি করে এই আন্দোলন থামানো যাবে না। তা জানান দিতেই তারা রাস্তায়।

এসএইচ-১০/০৪/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

নাইট ক্লাব থেকে চিরঞ্জীবীর ভাতিজি আটক

হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের একটি নাইট ক্লাব থেকে দক্ষিণী তারকা চিরঞ্জীবীর ভাতিজি নিহারিকা কোনিডেলাসহ ১৫০ জনকে আটক করা হয়েছে। ক্লাব থেকে উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার মাদক।

পুলিশ সূত্র জানিয়েছে, পার্টিতে নিহারিকা কোনিডেলা ছাড়াও তামিল ছবির জনপ্রিয় গায়ক রাহুল স্পিলিগঞ্জ, তেলুগু দেশম পার্টির সাংসদ জয়দেব গল্লার ছেলে সিদ্ধার্থ গল্লা উপস্থিত ছিলেন। আটকদের মধ্যে চারজন বিদেশিসহ নাইট ক্লাবের ১৯ জন কর্মচারীও রয়েছেন।

পুলিশ বলছে, শনিবার গোপন সূত্রে খবর পেয়েই বাঞ্জারা হিলসের একটি নাইট ক্লাবে হানা দেয় পুলিশ। সেখানে গিয়ে অনেক প্যাকেট পাউডার উদ্ধার করে পুলিশ। পার্টির আয়োজকরা প্রথমে এসব পাউডারকে চিনি বলে দাবি করেন। তবে পরীক্ষার পর জানা যায় এগুলো হেরোইন। এই নাইট পার্টিতে লক্ষাধিক টাকার হেরোইন লেনদেন হয়েছিল বলে জানা গেছে।

আটকদের প্রথমে বাঞ্জারা হিলস পুলিশ স্টেশনে নেওয়া হয়। তবে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার পর চিরঞ্জীবীর ভাই নাগাবাবু অর্থাৎ নিহারিকার বাবা এক বিবৃতিতে জানিয়েছেন, তার মেয়ে শুধু পার্টিতে উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকেও ছেড়ে দিয়েছে।

এসএইচ-০৯/০৪/২২ (বিনোদন ডেস্ক)

পাকিস্তান থেকে পালালেন ইমরান খানের স্ত্রীর বান্ধবী

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খান পাকিস্তান থেকে পালিয়ে দুবাই চলে গেছেন বলে খবর পাওয়া গেছে।

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রেক্ষাপটে পার্লামেন্টে ভেঙে দেয়ার প্রেক্ষাপটে তিনি পালিয়ে যান বলে জানা গেছে।

ফারাহ খান ছাড়াও ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির আরও কয়েকজন নেতা দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

পিটিআই’র খবর অনুযায়ী, ফারাহ খান রবিবার দুবাই চলে যান। সেখানে তার স্বামী বাস করেন।

উল্লেখ্য, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সহ-সভাপতি মরিয়াম নওয়াজ কয়েকবার অভিযোগ করেছেন যে ফারাহ খান দুর্নীতির সাথে জড়িত।

অভিযোগের জবাবে ইমরানের ঘনিষ্ঠ সহকর্মী শেহবাজ গিল বলেন, বুশরার বিরুদ্ধে সমালোচনার কিছু না পেয়ে মরিয়ম এখন বুশরার বন্ধুকে টার্গেট করছেন।

পিটিআই’র খবর অনুযায়ী, ফারাহ কোনও সরকারি পদে নেই। তিনি পিটিআইয়ের সদস্যও নন।

এসএইচ-০৮/০৪/২২ (আন্তর্জাতিক ডেস্ক) 

বাংলাদেশের রফতানি খাত সংকটের মুখে

আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার কলম্বো বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছে বাংলাদেশের রফতানি খাত।

ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে মাদার ভ্যাসেলে পণ্য দিতে যাওয়া শত শত ফিডার ভ্যাসেল আটকে আছে এ বন্দরে। এগুলো থেকে পণ্য খালাস করতে বাড়তি সময় লাগছে ৩-৪ দিন। এর ফলে ইউরোপ ও আমেরিকান ক্রেতা প্রতিষ্ঠানের কাছে সময়মতো তৈরি পোশাক পাঠাতে হিমশিম খাচ্ছেন গার্মেন্টস মালিকরা।

চট্টগ্রাম বন্দর থেকে কলম্বো বন্দরে যাওয়া এসব কনটেইনার এক জেটি থেকে অন্য জেটিতে আনানেয়ার জন্য ৫০০-র বেশি লরির প্রয়োজন। কিন্তু জ্বালানি সংকটের মুখে কলম্বো বন্দর কর্তৃপক্ষ প্রতিদিন ১০০-র বেশি লরির জোগান দিতে পারছে না। রয়েছে শ্রমিক সংকটসহ নানা জটিলতাও। ফলে এসব ফিডার ভ্যাসেল যেমন সময়মতো কলম্বো বন্দরে কনটেইনার খালাস করতে পারছে না, তেমনি প্রতিনিয়ত ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বন্দরমুখী মাদার ভ্যাসেল মিস করছেন শিপিং ব্যবসায়ীরা।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, ‘আমাদের শিপিং কার্যকারিতা ৫০ শতাংশে নেমে এসেছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর প্রভাব সরাসরি গিয়ে পড়ছে রফতানি খাতের ওপর।’

মেডিটেরিয়ান শিপিং কোম্পানি লি.-এর হেড অব অপারেশন অ্যান্ড লজিস্টিক আজমীর হোসাইন চৌধুরী বলেন, ‘বন্দর সমস্যার জন্য একেকটি জাহাজকে ডাবল ডিপিং করতে হচ্ছে। এতে খরচ বেড়ে যাচ্ছে।’

চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ ও আমেরিকায় পণ্য পাঠাতে সিঙ্গাপুর বন্দরের পাশাপাশি শ্রীলঙ্কার কলম্বো এবং মালয়েশিয়ার পোর্ট কেলাং ও তাঞ্জুম পালাপাস বন্দরকে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করে বাংলাদেশ।

এর মধ্যে সিঙ্গাপুর বন্দর ৪০ শতাংশ, পোর্ট কেলাং ১০ শতাংশ, তাঞ্জুম পালাপাস ৫ শতাংশ ব্যবহার হলেও শ্রীলঙ্কার কলম্বো বন্দর এককভাবেই ৪৫ শতাংশ ব্যবহার করেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

এ কারণে শ্রীলঙ্কার কলম্বো বন্দরের স্থবিরতা বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের রফতানির মূল খাত বর্তমানে গার্মেন্টস শিল্প। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় ৭০ হাজার এবং ফেব্রুয়ারি মাসে ৬৯ হাজার টিইউএস গার্মেন্টস পণ্য রফতানি করেছে বাংলাদেশ।

এমনিতেই নানা জটিলতায় বিদেশে গার্মেন্টস পণ্য পাঠাতে সমস্যায় পড়ছিলেন ব্যবসায়ীরা। এখন নতুন করে কলম্বো বন্দরের জটিলতায় হিমশিম খেতে হচ্ছে তাদের।

এ ব্যাপারে বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈয়ব বলেন, ‘আমি মনে করি, চলমান সংকটে বাংলাদেশের পোশাক শিল্প ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। এমনিতেই বায়াররা লিড টাইম নিয়ে সংকটের মধ্যে থাকে, তার ওপর নতুন করে সৃষ্ট এই সমস্যা পোশাক খাতকে বাধার মুখে ফেলবে।’

শিপিং ব্যবসায়ীদের তথ্যমতে, ইউরোপ ও আমেরিকাগামী পণ্যবাহী মাদার ভ্যাসেলগুলো চীনের বিভিন্ন বন্দর থেকে প্রথমে সিঙ্গাপুর বন্দরে আসে। পরবর্তী সময়ে সেখান থেকে শ্রীলঙ্কার কলম্বো বন্দর হয়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। এ ক্ষেত্রে এসব বন্দর ঘুরে শ্রীলঙ্কা বন্দরে সময় লাগে ৪-৬ দিন। আর এই ৬ দিনের সুবিধা নিতে বাংলাদেশের রফতানিকারকরা সরাসরি শ্রীলঙ্কার কলম্বো বন্দরকেই প্রাধান্য দেন।

এসএইচ-০৭/০৪/২২ (অনলাইন ডেস্ক, সময়)

বাংলাদেশ থেকে ১৮ রুটে ইউরোপে মানব পাচার

ফেসবুক গ্রুপ থেকে শুরু করে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে মানব পাচারকারীরা। এছাড়া দেশের বাইরে লোভনীয় চাকরির টোপ দিয়ে প্রত্যন্ত গ্রামে প্রতারণার জাল বিছিয়েছে দালালরা।

তথ্য বলছে, ১৮ রুট দিয়ে বাংলাদেশ থেকে ইউরোপে মানব পাচার হচ্ছে। আর নির্যাতিতদের অর্ধেকই ফিরছেন মানসিক ভারসাম্যহীন হয়ে।

রুহিতপুরের চরধর্মেশুর গ্রামের শিল্পী আক্তার। বিধবা এই নারী দুই শিশু সন্তান নিয়ে যখন জীবিকার তাগিদে হাড়ভাঙা খাটুনিতে দিন পার করছেন, তখনই তার কাছে এক প্রতিবেশী নিয়ে আসে বিদেশে ভালো চাকরির প্রস্তাব। নামমাত্র টাকায় শিল্পীকে পাঠানো হয় সৌদি আরব। দুই চোখে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা শিল্পীর জানা ছিল না বিক্রি করা হয়েছে তাকে পাঁচ লাখ টাকায়।

তিন মাস অমানুষিক নির্যাতনে মৃতপ্রায় শিল্পী দেশে ফেরত এসেছেন নির্যাতনের চিহ্ন আর গ্লানি সঙ্গী করে। তবে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেই দালাল আর পাচারকারীরা। দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে স্থানীয় দালালরা এভাবেই ভাগ্যবদলের কথা বলে পাচার করছে নারী, পুরুষ ও শিশুদের।

চলতি বছর এ পর্যন্ত মাসে শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরতে বাধ্য হয়েছেন ৬৯৪ নারী। শুধু ১ এপ্রিল এক দিনেই ২৮ নির্যাতিত নারী ফিরেছেন মধ্যপ্রাচ্যের দেশটি থেকে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, শুধু মধ্যপ্রাচ্য কিংবা ভারত নয়, ১৮ রুট দিয়ে বাংলাদেশ থেকে ইউরোপের ১১ দেশে ভাগ্যান্বেষী মানুষকে পাচার করে দেওয়া হচ্ছে। আর তাদের নতুন হাতিয়ার ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম।

ব্র্যাকের হেড অব মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সময় সংবাদকে বলেন, যারা সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবে, সেখানে ফেসবুকের নানা গ্রুপ রয়েছে, তাদের বলা হচ্ছে কবে বোট ছাড়বে। পৌঁছে যাওয়ার পর সাফল্যের ছবি দিচ্ছে, নম্বর শেয়ার করছে। তার মানে সামাজিক যোগাযোগমাধ্যম যেগুলো নতুন করে আসছে, পাচারকারীরা তাদের অপরাধের কাজে সেগুলো ব্যবহার করছে।

২০১০ সাল থেকে চলতি বছরের এখন পর্যন্ত ৬০ হাজার মানুষকে ইউরোপের ১৫টি দেশে চাকরির কথা বলে পাচার করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ৬৮ শতাংশ নারী, ২১ শতাংশ পুরুষ আর ১১ শতাংশ শিশু। ইউএনএইচসিআরের ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপথে ইউরোপে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যার দিক থেকেও শীর্ষে বাংলাদেশ।

সরকারি হিসাব অনুযায়ী, এখনো পাচারের শিকার সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি বিভিন্ন দেশের কারাগারে বন্দি।

এসএইচ-০৬/০৪/২২ (অনলাইন ডেস্ক, সময়)

১ ডিমের দাম ৩০ টাকা!

মুদ্রাস্ফীতির অভিশাপে একাকার হয়ে গেছে শ্রীলঙ্কার অর্থনীতি। বাজারে যাচ্ছেতাই দামে বিক্রি হচ্ছে পণ্য। একটি ডিমের দাম ৩০ টাকা, চালের কেজি ১৯০ টাকা, গম ২২০ টাকা।

একদিকে ঋণ পরিশোধের চাপ, অন্যদিকে বাজারে বেখায়ালিভাবে মুদ্রা ছাপিয়ে ছাড়ায় সৃষ্ট মূল্যস্ফীতি। উপরি হিসেবে আছে সরকারের আহাম্মকি কিছু সিদ্ধান্ত ও বেশুমার দুর্নীতি। এতসব নেতিবাচক প্রভাবে একসময়ের দক্ষিণ এশিয়ার সমৃদ্ধিশালী দেশ শ্রীলঙ্কা এখন পরিণত হতে যাচ্ছে অচল রাষ্ট্রে।

স্বাধীনতার পর ৭৪ বছরে এত বড় বিপর্যয়ের সম্মুখীন হয়নি শ্রীলঙ্কা। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সৃষ্টি হতে পারে ভয়াবহ সংকট।

সাম্প্রতিক সময়ে দেশটির বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। গম ও চাল বিক্রি হচ্ছে শ্রীলঙ্কার মুদ্রায় যথাক্রমে কেজিপ্রতি ২২০ ও ১৯০ টাকায়।

প্রতি কেজি চিনির দাম পড়ছে ২৪০ টাকা, নারকেল তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৮৫০ টাকায়। একটি ডিম বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এ ছাড়াও এক কেজি গুঁড়া দুধের প্যাকেটের দাম এখন ১ হাজার ৯০০ টাকা।

শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এখন সরকারি হিসাবে ১৮ দশমিক ৮ শতাংশ, আর খাদ্যপণ্যে তা ৩০ দশমিক ১ শতাংশ। তবে বেসরকারি হিসাবে মূল্যস্ফীতি ৫৫ শতাংশের বেশি। এ অবস্থায় খাদ্য আমদানির প্রয়োজন হয়। দেশটির বাণিজ্য ঘাটতিই এখন ১০০ কোটি ডলারেরও বেশি।

এসএইচ-০৫/০৪/২২ (অনলাইন ডেস্ক)