বিকাল ৩:২০
বৃহস্পতিবার
২ রা মে ২০২৪ ইংরেজি
১৯ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৩ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

চট্টগ্রামে রিমান্ডে ইসির ২ কর্মী

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির মামলায় নির্বাচন কমিশনের দুই কর্মীর সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানো হয়েছিল।

সোমবার তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক খায়রুল আমীন এ আদেশ দেন। তারা হলেন- ঢাকায় নির্বাচন কমিশনের এনআইডি শাখার প্রকল্পভিত্তিক কর্মী সাগর চৌধুরী ও সত্যসুন্দর দে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলাম। আদালত সাত দিন করে মঞ্জুর করেছেন।’

গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদিনসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। বাকি দু’জন হলেন জয়নালের বন্ধু বিজয় দাশ ও তার বোন সীমা দাশ।

ওই রাতেই ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বাদী হয়ে কোতোয়ালি থানায় পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় সাগর ও সত্যসুন্দরকেও আসামি করা হয়েছে।

বিএ-১৬/০২-১২ (আঞ্চলিক ডেস্ক)

পুলিশ পরিচয়ে ওসির বাড়িতে ডাকাতি!

পটুয়াখালীর বাউফলে পুলিশ পরিচয়ে ওসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামে ঘটে ওই ঘটনা।

ওই ঘরের মালিক মো. মনিরুল ইসলাম। তিনি বর্তমানে পিরোজপুরের নাজিরপুর থানার ওসি হিসেবে কর্মরত আছেন।

ঘটনার সময় ওই বাড়িতে তার মা নূরজাহান বেগম ও ভাই ফোরকান আকন ছিলেন।

বেগম নূরজাহান জানান, আনুমানিক রাত দেড়টার দিকে তাদের দ্বিতল ভবনের নিচতলার পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে পাঁচ-ছয়জনের একটি দল ভিতরে ঢোকে।

পরে তার কক্ষের সামনে এসে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বললে তিনি দরজা খুলে দেন। পরে তাকে ও তার ছেলে ফোরকানকে জিম্মি করে নগদ ৬৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে। শিগগিরই অপরাধীদের আইনের আওয়তায় আনা হবে।

বিএ-১৫/০২-১২ (আঞ্চলিক ডেস্ক)

রাজশাহীতে হত্যার বিচার দাবিতে পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও

রাজশাহীতে দোকানী রাজন শেখ (৩০) হত্যাকাণ্ডের বিচার দাবিতে পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করেছে নিহতের স্বজনরা। সোমবার সকালে নিহতের স্বজনরা নগর পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করেন। এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারাও যোগদেন।

বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আরএমপি কমিশনার হুমায়ুন কবিরের অস্থায়ী কার্যালয় শাহমখদুম থানা কমপ্লেক্সে যান।

কমিশনারের কার্যালয়ের ভেতর ঢোকার চেষ্টা করলে প্রধান ফটকে পুলিশ তাদের আটকে দেয়।

সেখানে অবস্থান নিয়ে হত্যকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।

পরে পুলিশের পক্ষ থেকে জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেয়া হলে বিক্ষোভকারীরা ফিরে যান।

এর আগে গত ৩০ নভেম্বর নগরীর আসাম কলোনী ঈদগাহ মাঠ এলাকায় বন্ধু সোহেল শেখের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পান-সিগারেটের দোকানী রাজন শেখ।

এ ঘটনায় সোহেল শেখসহ দুইজনকে আসামি করে থানায় মামলা করেন নিহতের পরিবার।

এই মামলায় অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

ঘটনার পরই পুলিশ এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা সোহেল শেখের বাবা আরমান শেখ এবং মা শাহানা বেগমেরও বিচার চান।

বিক্ষোভের ব্যানারে এ হত্যাকাণ্ডের আদেশদাতা হিসেবে তাদের নাম লেখা হয়।

রাজনের স্বজনরা জানান, কিছু দিন আগে শাহানা বেগম মাদকসহ ধরা পড়ে তিন মাস জেল খাটেন।

জেল থেকে বেরিয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন, রাজনই পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছিলেন।

তাকে দেখে নেয়া হবে। এর কয়দিন পরই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খুন হন রাজন।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, এ মামলায় দুইজন এজাহারভুক্ত আসামি। সবাইকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, তারা কার্যালয়ের সামনে মিনিট দশেক শ্লোগান দিয়ে চলে গেছেন।

পুলিশের তদন্ত যেন ভালভাবে হয়, কেউ যেন আইনের ফাঁক দিয়ে পালাতে না পারেন সে জন্য এই বিক্ষোভ করা হয়েছিল। আমরা মামলাটি গুরুত্ব সহকারেই তদন্ত করছি।

বিএ-১৪/০২-১২ (নিজস্ব প্রতিবেদক)

গাঁজা চাষ ও সেবনকে বৈধতা দিলো দক্ষিণ আফ্রিকা

রাষ্ট্রীয় ও ব্যক্তিগতভাবে গাঁজা চাষ ও সেবনকে বৈধতা দিয়ে আইন পাশ করেছে দক্ষিণ আফ্রিকার সরকার।

এখন থেকে দক্ষিণ আফ্রিকার যে কোনো নাগরিক নিজের বিনোদনের জন্য চাইলে বাড়ির আঙ্গিনায় ২৫ স্কয়ার মিটার সমপরিমাণ জায়গায় গাঁজা চাষ করতে পারবে। এছাড়া বাণিজ্যিকভাবে গাঁজা চাষে কৃষকদের উৎসাহিত করবে সরকার।

দক্ষিণ আফ্রিকায় ক্যান্সারের কেমোথেরাপি চিকিৎসায় রোগীর মাথাধরা ও বমিভাব কমাতে, এইডসের রোগীর ক্ষুধা জাগাতে এবং পুরনো বাত ও মাংসপেশিতে ব্যথা দূর করতে ডাক্তাররা গাঁজার ব্যবহারে অনুমতি দিয়ে থাকেন।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী বলছেন, তাদের এই পরিকল্পনার ফলে দেশের মধ্যে রোগীরাও উপকৃত হবেন।

তিনি বলেন, গত সপ্তাহে সংসদে আইনটি পাশ হওয়ার আগ পর্যন্ত গাঁজা সেবন ও চাষ আইনত নিষিদ্ধ ছিলো। তবে সরকারের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ আফ্রিকার গাঁজা চাষীরাও আর্থিকভাবে উপকৃত হবেন।

সারা বিশ্বে চিকিৎসার জন্য যে গাঁজা চাষ হয় তার অর্থকরী মূল্য ২০২৫ সাল নাগাদ ৫৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

এসএইচ-২৯/০২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখনই কাজ শুরু করার আহবান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখন থেকেই কাজ শুরু করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

সোমবার স্পেনের ফেরিয়া দা মাদ্রিদে (আইএফইএমএ) ‘অ্যাকশন ফর সারফাইভাল: ভালনারেবল নেশনস কপ-২৫ লিডার্স সামিট’ এর উদ্বোধনীতে বক্তব্যদানকালে এই আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা যদি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যর্থ হই, তাহলে তারা ক্ষমা করবে না। প্রতি মুহূর্তে আমাদের নিষ্ক্রিয়তা পৃথিবীর প্রতিটি জীবিত মানুষকে ধ্বংস করে দিচ্ছে। এখনই সময় কাজ করার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সিভিএফ এবং ভি -২০ দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিমুখী সহযোগিতার অসাধারণ উদাহরণ এবং আমরা বর্তমান সাফল্যকে আরও এগিয়ে নিতে চাই।

শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বের জন্য একটি কঠিন বাস্তবতা। এটি এখন মানুষের জীবন ও পরিবেশ, বাস্তুশাস্ত্র এবং প্রাকৃতিক সম্পদের অপূরণীয় ক্ষতি করেছে।

১৯৯২ সালে আর্থ সামিটের পর থেকে আমরা গ্রিনহাউস গ্যাস হ্রাসে খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারিনি, এর নির্গমণ এখনও বেড়ে চলেছে। এই প্রবণতা পৃথিবীকে অস্থিতিশীল করে তুলছে।

তিনি বলেন, ঝুঁকিতে থাকা আমাদের মতো দেশগুলো, এই পরিস্থিতি মোকাবেলা সীমিত ক্ষমতা এবং নির্দিষ্ট ভৌগলিক বৈশিষ্ট্যের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই।

ক্ষয়ক্ষতির জন্য তুচ্ছ বা কোনো অবদান না রাখলেও ক্ষতির ধাক্কাটা আমাদেরকেই সামলাতে হচ্ছে। এটি একটি অবিচার এবং অবশ্যই বিশ্ব সম্প্রদায়কে বিষয়টি স্বীকার করতে হবে।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে রবিবার স্পেন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএ-১৩/০২-১২ (ন্যাশনাল ডেস্ক)

রোবটে যুক্ত হচ্ছে স্পর্শের অনুভূতি

রোবটের মধ্যে থাকবে স্পর্শের অনুভূতি। এমনই উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। গত মাসে কৃত্রিম চামড়া উন্মোচন করা হয় যার মাধ্যমে রোবট স্পর্শের অনুভূতি বুঝতে পারবে এবং শারিরীকভাবে সাড়া দিতে পারবে। এতে মানুষের সঙ্গে রোবটের যোগাযোগও কার্যকরী হবে।

আন্তর্জাতিক রোবট ফেডারেশনের এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে সারা বিশ্বে প্রতি ১০০০ কর্মচারীর মধ্যে ৮৫টি করে রোবট ব্যবহার করা হয়েছে বিভিন্ন পণ্য উৎপাদন প্রতিষ্ঠানে।

২০২১ সালের মধ্যে শিল্প প্রতিষ্ঠানে রোবট সরবরাহের হার ১৪ শতাংশ করে বাড়বে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

মিউনিখের টেকনিকাল ইউনিভার্সিটির অধ্যাপক গর্ডন চেং ও তার দল মানবিক রোবট তৈরির বিষয়ে কাজ করছেন। তিনি বলেন, বর্তমানে যেসব রোবট ব্যবহার করা হচ্ছে তার মধ্যে স্পর্শের বিষয়ে কোনো অনুভূতি কাজ করে না।

স্পর্শের অনুভূতি রোবটকে আরও নিরাপদ করবে। এতে বস্তু, মানুষ ও রোবট নিজের ক্ষতি করা ছাড়াই সঠিকভাবে কাজ করতে পারবে বলে আশা করছেন তিনি।

এসএইচ-২৮/০২/১৯ (প্রযুক্তি ডেস্ক)

শিকলে বেঁধে মেয়েকে ধর্ষণ করলেন বাবা

শিকলে বেঁধে ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণ করেছেন তার বাবা। ভারতের রাজস্থান প্রদেশের জালোর জেলায় নিজ বাড়িতেই নির্মম এ নির্যাতনের শিকার হন ওই তরুণী। স্থানীয় পুলিশের বরাতে অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, পুলিশের কাছে করা অভিযোগে ধর্ষণের শিকার ওই তরুণী জানিয়েছেন, তার বাবা তার হাত ও পা ভারী চেইন দিয়ে বেঁধে তাকে ধর্ষণ করেছেন। তিনি তার বাবাকে অপর এক নারীর সঙ্গে দেখার পরপরই তার বাবা তাকে শেকল দিয়ে বেঁধে নির্মম এই নির্যাতন করেন।

পুলিশের দেয়া ভাষ্য অনুযায়ী, ধর্ষণের শিকার ওই তরুণী বাড়ি থেকে পালিয়ে তার নানার বাড়ি যান। তারপর তরুণীর হয়ে স্থানীয় থানায় ধর্ষণের অভিযোগ দাখিল করেন তার মামা। তরুণী বলেছেন, তার বাবা কয়েক দিন ধরেই তাকে চেইন দিয়ে বেঁধে রেখে নিয়মিত ধর্ষণ করতেন।

ধর্ষণের শিকার ওই তরুণীর মামা বলেন, সাত বছর আগে তার বোন অভিযুক্ত ধর্ষককে ছেড়ে চলে যান। স্বামীর হাতে প্রতিনিয়ত নির্যাতিত হওয়ার পর বাড়ি ছাড়তে বাধ্য হন তিনি। তারপর তিনি অন্য একজনকে বিয়ে করেন। তবে তার মেয়ে বাবার সঙ্গেই ছিল এত দিন।

বাবার হাতে নিয়মিত নির্যাতিত হতে থাকা ওই তরুণী গত শুক্রবার সুযোগ পেয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। সে বাড়ি থেকে পালিয়ে তার মামার বাড়ির পাশের একটি মাঠে পড়েছিল। এক পায়ে শেকল বাঁধা অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় মামার বাড়ির মানুষ লোকজন।

ধর্ষণের শিকার ওই তরুণী জানিয়েছেন, তার বাবার অন্য এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তিনি তাদের দুজনকে একসঙ্গে দেখেছিলেন। তারপর থেকেই তার পায়ে শেকল বেঁধে রাখা হয়। তরুণীর অভিযোগ, শেকল দিয়ে বাঁধা অবস্থায় তাকে ধর্ষণ করতো তার বাবা।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা গিরিধর সিং বলেন, পুলিশের কাছে এ নিয়ে একটি অভিযোগ দাখিল হয়েছে। তারপর মামলাটি পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শককে সেই মামলা তদন্তের ভার দেয়া হয়। ইতোমধ্যে ধর্ষণের শিকার ওই তরুণীর মেডিকেল পরীক্ষাও করা হয়েছে।

এসএইচ-২৭/০২/১৯ (অনলাইন ডেস্ক)

ধর্ষণকারীদের জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা উচিত : জয়া বচ্চন

এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে ভারতের তেলেঙ্গানাজুড়ে তুমুল বিক্ষোভ ও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলছে। দেশটির সংসদেও এর প্রভাব পড়েছে। সোমবার সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন বলেছেন, ধর্ষণকারীদের জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা উচিত।

কারণ, এমন কঠোর শাস্তি দিতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকে। এদিন লোকসভা এবং রাজ্যসভায় সরকার ও বিরোধী সব পক্ষের সাংসদরাই এই ধর্ষণকাণ্ডের তীব্র নিন্দায় সরব হন। প্রয়োজনে আরো কঠোর আইন প্রয়োগে প্রস্তুত দেশটির সরকার।

এদিকে, গত বুধবার রাতে তেলেঙ্গানায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই চিকিৎসকের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের পর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। দিল্লির নির্ভয়া কাণ্ডের মতোই দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে।

সোমবার রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষেই এই গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে আলোচনার প্রস্তাব দেন বিরোধীরা। সেই আলোচনাতেই রাজ্যসভায় সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চন বলেন, ‘‘এই ধরনের লোকদের জনসমক্ষে নিয়ে আসা উচিত এবং পিটিয়ে মারা উচিত।’’

এদিন রাজ্যসভায় বক্তব্যের সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন জয়া। ধরাগলায় বলতে থাকেন, ”আমি জানি না, কতবার এই ধরনের অপরাধের জন্য বলতে উঠেছি। আমি মনে করি এবার সময় এসেছে। নির্ভয়া হোক বা কাঠুয়া কিংবা তেলেঙ্গানা— মানুষ চায়, সরকার এর সঠিক ও নির্দিষ্ট জবাব দিক।

আমি মনে করি, এটাই আদর্শ সময়।’’ এ সময় একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়ে জয়া বলেন, ‘‘সরকার কী করেছে? কীভাবে নিয়ন্ত্রণ করেছে? নির্যাতিতরা কী বিচার পেয়েছেন? কারো নাম নিতে চাই না। কিন্তু এর জন্য কী নিরাপত্তা ব্যবস্থা দায়ী নয়? ’

এসএইচ-২৬/০২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে রাজি গেইল

দুদিন আগেই জাগো নিউজের পাঠকরা জেনে গেছেন, এবারের বিপিএলেও ক্রিস গেইল আসছেন। যে দল ক্যারিবীয় ব্যাটিং দানবকে ড্রাফট থেকে কিনেছে, সেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেই খেলবেন তিনি। সেটিও নিশ্চিত হওয়া গেছে।

কিন্তু মাঝে বিপত্তিটা বাঁধান গেইল নিজেই। দক্ষিণ আফ্রিকান ঘরোয়া লিগ শেষ করার পর গণমাধ্যমের সামনে বলে বসেন, ‘বিপিএলে খেলব? এই বিষয়ে তো আমি কিছুই জানি না। সেখানে প্লেয়ার ড্রাফটে নাম কি করে গেল? আমি তো এসব কিছুই জানি না।’

গেইলের এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই অনেক জল ঘোলা হয়েছে। তবে ৪৮ ঘন্টা আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ডিরেক্টর জালাল ইউনুস জাগো নিউজকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, ‘এজেন্টের মাধ্যমে গেইলের সঙ্গে যোগাযোগ হয়েছে। আমি নিজে গেইলের এজেন্টের সঙ্গে কথা বলেছি। তিনি বিপিএল খেলতে রাজি আছেন। তবে তার যেহেতু হ্যামস্ট্রিংয়ের চোট আছে, ৪ জানুয়ারির আগে খেলতে পারবেন না।’

সেই কথাই আজ (সোমবার) বিবৃতির মাধ্যমে জানিয়েছে এই দলটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান গেইলকে নিয়ে বলেছেন, ‘তাঁর বিপিএল খেলা নিয়ে কোন সংশয় নেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিশেষ এ বিপিএল মাতাবেন ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তি ক্রিস গেইল।’

কে.এম. রিফাতুজ্জামান বলেন, ‘ক্রিস গেইলের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট আছে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে। তবে, বিপিএল খেলার ব্যাপারে তার কখনও আপত্তি ছিলো না। আমরা হয়তো পুরো বিপিএলে গেইলকে পাবো না। কিন্তু পরের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এ ব্যাটিং জিনিয়াস।’

দেশী-বিদেশি মিলিয়ে বিপিএলে সবচেয়ে সফল ব্যাটসম্যান ক্রিস গেইল। টুর্নামেন্টের সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে কম বলে সেঞ্চুরি, সবচেয়ে কম বলে ফিফটি-এমন দারুণ সব রেকর্ড আছে এই বাঁ-হাতি ওপেনারের দখলে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিইও সৈয়দ ইয়াসির আলম জানান, ‘ক্রিস গেইলের এজেন্টের সঙ্গে আমাদের সব কিছু চূড়ান্ত হয়েছে। টুকটাক কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। সেগুলো শিগগিরই সম্পন্ন হয়ে যাবে।’

তবে সব কথার শেষ কথা হলো, গেইল আসতে রাজি হলেও তার বিপিএলে খেলা নির্ভর করছে অনেক ‘যদি-কিন্তু’র উপর। কেননা জালাল ইউনুসের ভাষ্য অনুযায়ী, ৪ জানুয়ারির আগে গেইলকে পাওয়া যাবে। আর এই তারিখের পর কেবল তিনটি ম্যাচ থাকবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। সেক্ষেত্রে দল যদি সুপার ফোরে টিকে থাকতে পারে, তবেই কেবল ক্যারিবীয় ওপেনার আসবেন। না হলে তার আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।

এসএইচ-২৫/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)

সংসদে দাঁড়িয়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব (ভিডিও)

সংসদে চলছিল দেশে ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি ও পুনর্নির্মাণ নিয়ে আলোচনা। সেই আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এক সাংসদ বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মঙ্গলবার ২০১৬ সালে ভূমিকম্প মধ্য ইতালির ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্নির্মাণের বিষয়ে আলোচনা চলছিল ইতালির সংসদে। গুরুগম্ভীর আলোচনায় অন্য সাংসদদের পাশাপাশি বক্তব্য রাখতে ওঠেন বছর ৩৩ বছয় বয়সী ফ্ল্যাভিও দি মুরো।

ফ্ল্যাভিও বক্তব্য রাখতে রাখতে বলেন, “প্রতিদিন আমরা রাজনৈতিক আলোচনা, বিতর্কে ব্যস্ত থাকি। আমরা প্রায়ই সত্যিকারের মূল্যবোধ, যারা আমাদের যত্ন নেন, আমরা যাদের ভালবাসি তাদের উপেক্ষা করি।”

ফ্ল্যাভিও এর পর তার ‘আসল’ বক্তব্যে ঢুকে যান। তিনি বলেন, “এটা আমার কাছে একটা বিশেষ দিন। এলিসা, তুমি কি আমাকে বিয়ে করবে?

ফ্ল্যাভিও-র বান্ধবী এলিসা দে লিও তখন সংসদের পাবলিক গ্যালারিতে বসেছিলেন। ফ্ল্যাভিও পকেট থেকে একটি আংটি বের করে সবার সামনে এলিসাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তার এই কাজে সংসদের সদস্যরা বেশ মজা পান। তারা সবাই ফ্ল্যাভিওকে অভিনন্দনও জানান। এমনকি সংসদের স্পিকারও তাকে অভিনন্দন জানান।

তবে প্রথমে জানা যায়নি, সংসদের মাঝে এমন প্রস্তাবের উত্তরে এলিসা কী বলেছেন। পরে ফ্ল্যাভিও জানিয়েছেন, এলিসা ‘হ্যাঁ’বলেছেন। তারা শীঘ্রই বিয়ে করতে চলেছেন। তবে বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি।

এসএইচ-২৪/০২/১৯ (অনলাইন ডেস্ক)