সকাল ৮:৪৪
বৃহস্পতিবার
২ রা মে ২০২৪ ইংরেজি
১৯ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৩ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

বাঘ সংরক্ষণ শিখতে বিদেশ যাবেন ২০ কর্মকর্তা

অর্থের জোগান পেলে চলতি বছরের নভেম্বরে সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু করবে বন বিভাগ। আর এই কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ব বাঘ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ, বাঘ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছে এমন দেশে ২০ জন সরকারি কর্মকর্তার শিক্ষা সফরসহ ৫০০ জনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শিক্ষা সফরের জন্য ভারত ও নেপালকে বেছে নেওয়া হবে। ‘সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প’র মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার খুলনার বন দপ্তরে এক সংবাদ সম্মেলনে সুন্দরবনের পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন এ তথ্য জানান। এ সময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, সহকারী বন কর্মকর্তা এম এ হাসান, নির্মল কুমার প্রমুখ।

বন কর্মকর্তারা জানান, গত ২৩ মার্চ ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ের প্রকল্পটি অনুমোদন পেয়েছে। প্রকল্প মেয়াদ ধরা হয়েছে ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত। তবে বিদেশে শিক্ষা সফর ও প্রশিক্ষণে কত টাকা ব্যয় করা হবে এ সম্পর্কে তাঁরা কিছু বলেননি।

বন কর্মকর্তারা বলেন, বাঘ গণনা, গণনার জন্য আবাসন লঞ্চ ও চার মাসের জন্য সাপোর্ট বোট ভাড়া, ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ গণনার জন্য ২০০টি বিশেষ ক্যাটাগরির ক্যামেরা সংগ্রহ, ব্যাটারি, এসডি কার্ড ক্রয়, জরিপ দলে অনিয়মিত শ্রমিক, ট্রলারচালক ও জরিপের কার্যক্রম পরামর্শক, জরিপ দলের সদস্যদের প্রশিক্ষণ দেওয়াসহ আরো কিছু কাজে তিন কোটি ২৬ লাখ ৯৬ হাজার টাকা ব্যয় করা হবে।

বাঘের শিকার হরিণ, বন্য শূকর ইত্যাদি প্রাণির জরিপ, বাঘ স্থানান্তর, অন্তত দুটি বাঘে স্যাটেলাইট কলার স্থাপন ও মনিটরিং, বাঘের পরজীবী সংক্রমণ ও অন্যান্য ব্যাধি নির্ণয়, উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ এবং এসবের প্রতিবেদন প্রকাশের মাধ্যমে প্রকল্পটি শেষ হবে।

এই প্রকল্পের আওতায় শুষ্ক মৌসুমে সুন্দরবনে আগুন লাগা প্রবণতার অংশে দুটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ, দ্রুত আগুন নেভানোর যন্ত্রাংশ, পাইপ, ড্রোন ক্রয়, লোকালয়ে বাঘ প্রবেশ রোধে ৬০ কিলোমিটার অংশে নাইলনের ফেন্সিং নির্মাণ করা হবে।

এসএইচ-১৩/০১/২২ (ন্যাশনাল ডেস্ক)

প্রথম সেশনটা বাংলাদেশের

ডারবান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ৪ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। জোড়া আঘাত হেনে শুরুটা করেছিলেন খালেদ।

এরপর তাসকিন ও এবাদত হোসেন মিলে প্রোটিয়া ব্যাটারদের কঠিন পরীক্ষা মুখে ফেলে দেন। রান আটকে একসময় সেঞ্চুরির দিকে ছুটতে থাকা টেম্বা বাভুকে ফেরান মিরাজ। এরপরের ওভারেই কেশভ মহারাজকে বিদায় করেন এবাদত।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে আধিপত্য দেখান বাংলাদেশের বোলাররা। দিনের ষষ্ঠ ওভারেই জোড়া আঘাত হানেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। ওভারের দ্বিতীয় বলে মাটি কামড়ে পড়ে থাকা কাইল ভেরেইনকে বিদায় করেন তিনি। ৮১ বলের মোকাবিলায় ২৮ রান করে লেগ বিফোর হয়ে ফেরেন ভেরেইন।

পরের বলে সদ্যই ক্রিজে আসা উইয়ান মুল্ডারকে গালিতে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন খালেদ। ফলে সকালেই ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। হ্যাটট্রিকের সুযোগ পেলেও অবশ্য কাজে লাগাতে পারেননি খালেদ। কারণ হ্যাটট্রিক বলটি অফসাইডের বাইরে থাকায় ছেড়ে দেন কেশভ মহারাজ।

প্রথম দিনের শেষ আর দ্বিতীয় দিনের শুরু; বাংলাদেশের পথের কাঁটা হয়ে ছিলেন টেম্বা বাভুমা। সকালের সেশনের শুরুতে খালেদ আহমেদের জোড়া আঘাতের পরও বাভুমা ছুটছিলেন সেঞ্চুরির পথে। তবে তাকে তিন অংক ছুঁতে দিলেন না মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের ডানহাতি স্পিনারের বলে বোল্ড হয়ে ফিরলেন বাভুমা। ৯৭তম ওভারে মিরাজের দারুণ এক ঘূর্ণিজাদুতে বিদায় নেওয়ার আগে বাভুমা ১৯০ বলের মোকাবিলায় ৯৩ রান করেন। ইনিংসটি তিনি ১২টি চারে সাজিয়েছেন। পরের ওভারের প্রথম বলেই প্রোটিয়া শিবিরে আঘাত হানেন এবাদত। এবার ডানহাতি পেসারের বলে সরাসরি বোল্ড হন মহারাজ ((১৯)। বাভুমা ও মহারাজের জুটিতে আসে ৫৩ রান।

এবাদতের ঝুলিতে অবশ্য আরও একটি উইকেট যোগ হতো। কিন্তু বল ট্র্যাকিং প্রযুক্তি গড়বড় করায় উইকেট হাতছাড়া হয়। তার বল লিজাদ উইলিয়ামসের পায়ে লাগলে লেগ বিফোরের আবেদন করে বাংলাদেশদ দল। আবেদনে সাড়াও দেন আম্পায়ার এরাসমাস। কিন্তু রিভিও নেন উইলিয়ামস। বল ট্র্যাকিংয়ে বল অফসাইডের বাইরে দেখায়, আসলে বল পড়ে লেগ সাইডে। কম্পিউটার উইলিয়ামসকে প্রথমে ডানহাতি দেখিয়েছিল, কিন্তু তিনি আসলে বাঁহাতি। এজন্যই এই গড়বড়। আউটের সিদ্ধান্তও বদলে যায় এবং বাংলাদেশ রিভিও হারায়। এবাদত এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না। পরে আম্পায়ার নিজে তাকে বুঝিয়ে বলেন ব্যাপারটা।

১০৫ ওভার শেষে এবং লাঞ্চ বিরতির আগে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৩১৪ রান সংগ্রহ করেছে।

এর আগে প্রথম দিনে ৪ উইকেটে ২৩৩ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। ৫৩ রানে বাভুমা এবং ২৭ রানে অপরাজিত ছিলেন ভেরেইন।

এসএইচ-১২/০১/২২ (স্পোর্টস ডেস্ক)

রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের হামলা, বিস্ফোরণ-অগ্নিকাণ্ড

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার একটি তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (১ এপ্রিল) সকালে সীমান্তের বেলগরোদ শহরের ওই ডিপোতে হেলিকপ্টার হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। হামলায় ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। বেলগরোদ শহরের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ হামলার তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএন ও বিবিসির।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার মাটিতে এটা ইউক্রেনের দ্বিতীয় হেলিকপ্টার হামলা। এর আগে চলতি সপ্তাহেই রাশিয়ার একটি অস্ত্রাগারে হামলা চালায় ইউক্রেন। তবে এসব ঘটনার দায় স্বীকার বা কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

বেলগরোদ ইউক্রেন ও রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং ইউক্রেনীয় শহর খারকিভ থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। আর যে ডিপোতে আগুন লেগেছে তা সীমান্ত থেকে তার দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে এ আগুন লাগে। টুইটারে ছড়িয়ে পড়া ফটো ও ভিডিওতে দেখা গেছে, শহরের একটি আবাসিক এলাকার কাছেই দাউ দাউ করে আগুন জ্বলছে।

বেলগরোদ শহরের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানান, এদিন সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেল ডিপোতে হামলা করা হয়। এ ঘটনায় সেখানে আগুন লাগে। আহত হন দুজন। তবে তা গুরুতর কিছু নয়। দমকল বাহিনী সেখানে কাজ করছে। আশপাশের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

শুক্রবার ৩৭তম দিনে গড়িয়েছে এই অভিযান। এ সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন। এ যুদ্ধের ফলে ইউক্রেন থেকে প্রায় ৪০ লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছেন।

এসএইচ-১১/০১/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন পরীমনি

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি।

পাঁচদিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার বাসায় ফিরেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন পরীমনি নিজেই।

এই চিত্রতারকা বলেন, ‘পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না। বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো। ’

পরীমনি আরও বলেন, ‘শরীর কিছুটা দুর্বল এখনো। পা এক জায়গায় ফেললে আরেক জায়গায় পড়ছে মনে হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। ’

পরীমনির অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে। এ জন্য প্রায়ই বমি হওয়ার কারণে বেশ কিছুদিন থেকে শরীরটা দুর্বল ছিল এই অভিনেত্রীর।

গেল ২৭ মার্চ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পরীমনি। ওই সময় জানা যায়, বাসায় মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন তিনি।

এসএইচ-১০/০১/২২ (বিনোদন ডেস্ক)

কনস্টেবল থেকে হাকিমের পুলিশ ক্যাডার হওয়ার গল্প

পুলিশ কনস্টেবল পদে চাকরিতে থাকাবস্থায় বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন হাকিম উদ্দিন নামে এক যুবক।

শুক্রবার একান্ত আলাপচারিতায় সময় নিউজকে হাকিম উদ্দিন জানান, সোমবার ৪০তম বিসিএস ক্যাডারের রেজাল্ট বের হয়। সেখানে পুলিশ ক্যাডারে মেধাতালিকায় ৬৭তম হন তিনি।

হাকিম উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সিরাজ মিয়ার পঞ্চম সন্তান।

জানা যায়, ২০১০ সালে সায়দাবাদ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন হাকিম উদ্দিন। তারপর রায়পুরা কলেজ থেকে ২০১২ সালে উচ্চমাধ্যমিক পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১২-১৩ সেশনে ভর্তি হন। ভর্তির কিছুদিন পরই পুলিশ কনস্টেবল পদে চাকরি হয় তার।

প্রথম এক বছর গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কাজ করে বদলি হন ঢাকা মেট্রোপলিটন পুলিশে। সেখানে থাকাবস্থায় নরসিংদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে অনার্স শেষ করেন। তারপর আর মাস্টার্স করেননি তিনি। এরপর, ২০১৮ সালে ৪০তম বিসিএস-এ আবেদন করেন এবং প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারি টেস্ট দেন। সেখানে কৃতকার্য হওয়ার পর পর্যায়ক্রমে রিটেন ও ভাইভায় অংশ নেন। সবশেষ চলতি বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের রেজাল্টে পুলিশ ক্যাডার মেধাতালিকায় ৬৭তম হিসেবে জায়গা করে নেন এই যুবক।

হাকিম উদ্দিন বলেন, ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ)-এ কাজের চাপ প্রচুর। সারা দিন কাজ করে বিশ্রামের সময় বিশ্রামের পাশাপাশি পড়াশোনা করতাম। যখন অনার্স চতুর্থ বর্ষ শেষদিকে, তখন মাথায় ভালো মানের একটা চাকরির পোকা ঢোকে। ন্যূনতম দ্বিতীয় শ্রেণির একটা চাকরির চাহিদা ছিল। এই চিন্তা থেকেই পুলিশ কনস্টেবল পদে চাকরির পাশাপাশি পড়াশোনা করতে থাকি ভালো একটা চাকরির আশায়।

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে সাহায্য করেছেন। প্রস্তুতি ভালো না থাকায় ৪০তম-এর আগে আবেদন করিনি। যখন আমার মনে হয়েছে আমি প্রতিযোগিতা করতে পারব, তখন আবেদন করি। ৪০তম-তে প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা দিই এবং সেখানে পুলিশ ক্যাডারে ৬৭তম অবস্থান গ্রহণ করি।’

এসএইচ-০৯/০১/২২ (অনলাইন ডেস্ক)

সবার আগে বাংলাদেশে মুক্তি পেল ‘মরবিয়াস’

বিশ্বে সবার আগে বাংলাদেশে মুক্তি পেল হলিউড মুভি ‘মরবিয়াস’। বৃহস্পতিবার বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পেয়েছে। তবে আন্তর্জাতিকভাবে সিনেমাটি সারা বিশ্বে মুক্তি পেয়েছে শুক্রবার।

নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল ‘মরবিয়াস’ সিনেমাটি। ২০২০ সালের জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে যায়।

অবশেষে মুক্তি চূড়ান্ত হওয়ায় দর্শকদের অপেক্ষার অবসান ঘটছে।

মার্ভেল কমিকসের চরিত্র মরবিয়াসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। মার্ভেল এন্টারটেইনমেন্ট এবং কলাম্বিয়া পিকচার্সের যৌথ প্রযোজনায় এ ছবি পরিচালনা করেছেন ড্যানিয়েল এসপিনোসা।

সিনেমাটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘সুইসাইড স্কোয়াড’খ্যাত জ্যারেড লেটো। আরও আছেন ম্যাট স্মিথ, আদ্রিয়া আরজোনা, টাইরিস গিবস, জারেড হ্যারিস প্রমুখ।

এসএইচ-০৮/০১/২২ (বিনোদন ডেস্ক)

কাতার বিশ্বকাপের দরজা খুলছে ইতালির!

কাতার বিশ্বকাপে ইতালির খেলা হচ্ছে না এটা সবারই জানাকথা। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার কাছে শেষ মুহূর্তের গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয় বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। বিশ্বমঞ্চে ইতালি না থাকায় দেশটির সমর্থকদের পাশাপাশি নিজের হতাশা লুকাতে পারেননি ফিফা সভাপতি ও ইতালির নাগরিক জিয়ান্নি ইনফান্তিনোও। ইতালির বাদপড়ার পর কান্না পেয়েছিল তার।

এদিকে ইতালির বিশ্বকাপ স্বপ্নভঙ্গের মধ্যেই পাওয়া গেল নতুন এক খবর। ইতালিয়ান সংবাদমাধ্যম লা স্তাম্পার তথ্য অনুযায়ী, কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি দোন্নারুম্মাদের। তবে সে ক্ষেত্রে আছে এক জটিল সমীকরণ।

আন্তর্জাতিক ম্যাচে স্টেডিয়ামে নারী দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ইরান। ফিফা যদি তাদের বিশ্বকাপ থেকে বেরই করে দেয়, তাহলেই কেবল সুযোগ মিলতে পারে ইতালির। ইতালিয়ান সংবাদমাধ্যম লা স্তাম্পার বরাত দিয়ে জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্টস বাইবেল এমনটাই জানিয়েছে।

২০১৯ সালে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর সম্প্রতি ফুটবল মাঠে বসে নারী দর্শকদের খেলা দেখায় আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। জানা গেছে, কাতার বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হওয়ার পরই এমন নিষেধাজ্ঞা দেয় ইরান। আর তাই তাদের ব্যাপারে কঠোর হতে পারে ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারকরা।

যদি এমন কিছু হয় তবে কাতারের দরজা খুলে যাবে ইতালির। কেননা ইরানের স্থলাভিষিক্ত দলের তালিকায় সবার ওপরে আছে ফিফা র‍্যাংকিংয়ের ছয়ে থাকা ইতালি।

যদিও এতসব দাবি ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর। খেলাধুলা ভিত্তিক আন্তর্জাতিক প্রধান গণমাধ্যমগুলোতে এ ব্যাপারে তেমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ইরানে ফুটবল ও অন্য খেলায় স্টেডিয়ামে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে ফিফা ইরানকে স্টেডিয়ামে দর্শক প্রবেশের নির্দেশ দেয়। গত জানুয়ারিতে তিন বছরে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে নারী দর্শকদের প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু গত মঙ্গলবার রাতে লেবাননের বিপক্ষে ইরানের ম্যাচে ফের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এসএইচ-০৭/০১/২২ (স্পোর্টস ডেস্ক)

রোজায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস চলবে যেভাবে

রমজান মাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানের ক্লাস কীভাবে চলবে তা জানিয়েছে সরকার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সময়সূচি নির্ধারণ করা হলো।

এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা এবং দুই শিফটের প্রতিষ্ঠান প্রভাতি সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা ১০ মিনিট ও দিবা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে।

দুই শিফটের জন্য প্রতিদিন ৪টি ক্লাস ও এক শিফটের জন্য প্রতিদিন ৫টি ক্লাস অনুষ্ঠিত হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ স্ব-স্ব রুটিন প্রণয়ন করবে।

নির্দেশনা অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

এবার রমজানে ২৬ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠান এবং ৩০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এসএইচ-০৬/০১/২২ (শিক্ষা ডেস্ক)

টিআইবির বিবৃতি সহায়ক নয়, বরং অন্তরায়: তথ্যমন্ত্রী

নিজেদের কর্মপরিধির বাইরে গিয়ে সব বিষয়ে বিবৃতিদান টিআইবির অভ্যাসে পরিণত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংসদীয় কমিটিতে অংশীজনদের সঙ্গে নিয়ে গণমাধ্যমকর্মী আইন পরিমার্জন-পরিবর্ধন হবে। এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কোনো বিষয় নয়। এ সত্ত্বেও বিবৃতি দিয়ে তারা বিষয়টিকে রাজনৈতিক করার চেষ্টা করছে, যা এ প্রক্রিয়ায় সহায়ক তো নয়ই, বরং অন্তরায়।

শুক্রবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ‘গণমাধ্যমকর্মী আইন নিয়ে টিআইবির বিবৃতি কেন’–এ প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন সাংবাদিক, ‘গণমাধ্যমকর্মীদের জন্য। এটা দুর্নীতির কোনো বিষয় নয়। আর আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে গেছে, সাংবাদিকনেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এটি পরিবর্ধন-পরিমার্জন করা হবে। তাদের সঙ্গে এ নিয়ে আমার আলোচনাও হয়েছে। টিআইবি আগ বাড়িয়ে বিবৃতি দিয়ে বিষয়টিকে রাজনৈতিক করার চেষ্টা করছে। এর মধ্যে দুরভিসন্ধি আছে। নিজেদের কর্মপরিধির বাইরে গিয়ে সব বিষয়ে কথা বলা টিআইবির একটি অভ্যাসে পরিণত হয়েছে। আমি মনে করি, তাদের এ বিবৃতি গণমাধ্যমকর্মী আইন পরিমার্জন-পরিবর্ধনের ক্ষেত্রে সহায়ক তো নয়ই; বরং অন্তরায় হবে।’

বিএনপির মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য ‘আওয়ামী লীগ ডাকাতের সরকারে পরিণত হয়েছে, টিসিবি কার্ডও দলীয়করণ করেছে’–সাংবাদিকরা এ প্রসঙ্গে প্রশ্ন করলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘দলমত নির্বিশেষে ন্যায্য প্রাপ্যতার ভিত্তিতেই এক কোটি পরিবারকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, যাতে পাঁচ কোটি মানুষ উপকারভোগী। এখানে আমাদের দলীয় কোনো নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়নি। জনপ্রতিনিধিরা, যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বিভিন্ন দল থেকেই রয়েছেন, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে সবকিছুর মধ্যে রাজনীতির গন্ধ খোঁজাই বিএনপির সমস্যা।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জনগণ সাধুবাদ জানানোয় বিএনপির নেতাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা উদ্‌ভ্রান্তের মতো কথা বলছেন।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব ইদানীং যে ভাষায় কথা বলছেন, তা সিনিয়র রাজনীতিকের ভাষা নয়। মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগকে ডাকাত বলেছেন, আসলে তারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিশ্বডাকাতে পরিণত হয়েছিলেন এবং সে জন্য তাদের হাতে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।’

এসএইচ-০৫/০১/২২ (ন্যাশনাল ডেস্ক)

রোজা শুরু কবে, জানা যাবে শনিবার সন্ধ্যায়

পবিত্র রমজান মাস রোববার (৩ এপ্রিল) নাকি সোমবার (৪ এপ্রিল) শুরু হবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত। রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এরপরই জানা যাবে রমজান শুরুর নির্দিষ্ট তারিখ।

শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সাহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অন্যদিকে শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে সোমবার । এক্ষেত্রে রোববার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে এবং শেষ রাতে খেতে হবে সাহরি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এসএইচ-০৪/০১/২২ (ন্যাশনাল ডেস্ক)