রাত ১:৫৭
মঙ্গলবার
৩০ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৬ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২১ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

ইমরানকে কেন ট্রাম্পের চিঠি?

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে পার্সটুডে।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা চেয়ে ইমরানকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, যুদ্ধে উভয় দেশই ক্ষতির শিকার হয়েছে। একইসঙ্গে তিনি পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।

ট্রাম্প দাবি করেছেন, আলোচনার মাধ্যমে আফগান যুদ্ধের অবসান ঘটানোকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আফগান সরকারের সঙ্গে তালেবানকে আলোচনায় বসাতে পাকিস্তানের সহযোগিতা চান তিনি।

ট্রাম্পের এই চিঠিকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। ট্রাম্প পাকিস্তানকে অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেন।

এসএইচ-২৯/০৩/১২ (আন্তর্জাতিক ডেস্ক)

ত্বকের যত্ন নেবে ঘড়ি

টেক জায়ান্ট অ্যাপলের নতুন হাতঘড়ি সানবার্নের হাত থেকে সুরক্ষিত রাখবে।

শুধু রোদেপাড়া নয়, ত্বকের ক্যানসারের হাত থেকেও সুরক্ষা দিতে পারে অ্যাপলের এই হাতঘড়ি।

এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতঘড়িতে অজস্র আলট্রা ভায়োলেট লাইট সেন্সর রয়েছে।

সারাদিনে কতক্ষণ রোদে রয়েছেন, সূর্যের অতিবেগুনি রশ্মি শরীরে কতটা ঢুকছে, আপনার খেয়াল না-থাকলেও, সূর্যের আলোকে ডিটেক্ট করে ওই সেন্সর আপনাকে সর্বক্ষণ সতর্ক করে যাবে।

ফলে, আপনি সচেতন হতে পারবেন।

এসএইচ-২৮/০৩/১২ (প্রযুক্তি ডেস্ক)

ঘুষ ও প্রতারণার কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু দম্পতি

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্ত্রী সারাহ নেতানিয়াহু অবশেষে ফেঁসে যাচ্ছেন ঘুষ কেলেঙ্কারিতে। প্রতারণা ও ঘুষগ্রহণের মামলায় প্রভাবশালী এ দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠনের সুপারিশ করেছে দেশটির পুলিশ। খবর রয়টার্সের।

এর আগে তার দুর্নীতির তথ্য যাতে পুলিশ প্রকাশ না করে এ ব্যাপারে ইসরাইলি পার্লামেন্টে বিল পাসেরও চেষ্টা করেছেন ইসরাইলে প্রভাবশালী এ প্রধানমন্ত্রী। কিন্তু গত রোববার দেশটির পুলিশ বিভাগ দাবি করে, এ নেতানিয়াহু দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠনের যথেষ্ট প্রমাণ আছে। তবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অ্যাটর্নি জেনারেল।

পুলিশ ও ইসরাইলি সিকিউরিটিস অথরিটিস জানিয়েছে, ঘুষগ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙের যথেষ্ট প্রমাণ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্ত্রীর বিরুদ্ধে আছে।

পুলিশ জানায়, মোটা অংকের ঘুষের বিনিময়ে ইসরাইলের প্রধান টেলিযোগাযোগ কোম্পানি বেজেক টেলিকমকে সুবিধা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিনিময়ে তারা সংবাদ প্রচারের ক্ষেত্রে নেতানিয়াহু ও তার স্ত্রীকে বেশি কভারেজ দিয়েছে।

হলিউড মোগল আরনন মিলচানের কাছ থেকে প্রধানমন্ত্রী ২ লাখ ৭০ হাজার ডলার ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ আছে। এর বিনিময়ে নেতানিয়াহু আরননকে মার্কিন ভিসা পাইয়ে দিতে সহায়তা করেছিলেন।

এসএইচ-২৭/০৩/১২ (আন্তর্জাতিক ডেস্ক)

রাজশাহীতে সুদের টাকা না পেয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

সুদের টাকা না দিতে পারায় রাজশাহীর বাঘায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চালিয়েছেন দাদন ব্যবসায়ী। বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ওই গৃহবধূর স্বামী। সোমবার সকালে উপজেলার চন্ডিপুর বড় ছয়ঘটি এলাকায় এই ঘটনা ঘটনা ঘটে।

এনিয়ে পরে ওই গৃহবধূ বাদি হয়ে অভিযুক্ত দাদন ব্যবসায়ী রতন আলীকে (৪০) আসামী করে মামলা দায়ের করেছেন থানায়। রতন আলী একই গ্রামের মুন্নাফ আলীর ছেলে। ঘটনার পর থেকে এলাকা ছাড়া রতন।

ওই গৃহবধূর অভিযোগ, তিন বছর আগে ফুচকা ব্যবসার জন্য তার স্বামী ২০ হাজার টানা ঋণ নেন রতন আলীর কাছ থেকে। ওই সময় জামানত হিসেবে একপি ফাঁকা চেকের পাতা নেন তিনি।

এরই মধ্যে সুদসহ ৪০ হাজার টাকা পরিশোধ হয়েছে। কিন্তু দাদন ব্যবসায়ী রতন আরো ৬০ হাজার টাকা দাবি করছেন। এই টাকা মাফ করে দিতে দীর্ঘদিন ধরেই তিনি কুপ্রস্তাব দিচ্ছিলেন।

ওই গৃহবধূ আরো অভিযোগ করেন, সোমবার ভোর ৬টার তার স্বামী বাড়িতে ছিলেননা। ওই সময় রতন এসে তার উপর চড়াও হন। তাকে টেনে হিঁচড়ে শোবার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা করেন।

গৃহবধূর চিৎকারে তার স্বামী দ্রুত পৌঁছে যান সেখানে। বাধা দেয়ার চেষ্টা করলে অভিযুক্ত রতন আলী তাকে এলোপাথাড়ি মারধর করেন। টের পেয়ে প্রতিবেশীরা পৌছার আগেই পালিয়ে যান রতন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ তদন্ত চলছে। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএ-১৯/০৩-১২ (নিজস্ব প্রতিবেদক)

অন্তর্বাস প্রদর্শনে আয়ারল্যান্ডে বিক্ষোভ

১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে ছেড়ে দেয়ার এক সপ্তাহ পর আয়ারল্যান্ডে এ সংক্রান্ত বিক্ষোভ চলছে।

বিচার চলাকালে আদালতে অভিযুক্ত-পক্ষের আইনজীবী বিচারকদের বলেন: “তার পোশাক কেমন ছিল সেটি আপনাদের দেখতে হবে। সে একটি থং (এক ধরনের আন্ডার গার্মেন্টস) পরা ছিল যার সামনের দিকে ছিল লেস লাগানো”।

২৭ বছর-বয়সী অভিযুক্ত ব্যক্তিটি এরপর ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হননি।

এই বিতর্কের জেরে একজন আইরিশ সংসদ সদস্য একটি লেসের তৈরি থং পার্লামেন্টে তুলে ধরেন এবং এর মাধ্যমে ধর্ষণের ঘটনায় “নিয়মিতভাবে ভুক্তভোগীকে দোষারোপের” ঘটনাকে সামনে তুলে ধরেন।

রুথ কোপিংগার আইরিশ পার্লামেন্টে নীল লেস লাগানো অন্তর্বাসটি তুলে ধরেন মঙ্গলবার।

“এখানে এভাবে এই থং প্রদর্শনের বিষয়টি নি:সন্দেহে বিব্রতকর…কিন্তু যখন একজন ধর্ষণের শিকার মানুষ বা একজন নারীর অন্তর্বাস আদালতে প্রদর্শন করা হয় সেই অন্যায্য ঘটনার ক্ষেত্রে তার কেমন অনুভূতি হয় বলে আপনারা মনে করেন?”

বিচারে কী ঘটেছে?

যে মামলায় অভিযুক্ত লোকটিকে ধর্ষণের ঘটনা থেকে খালাস দেয়া হয়েছে, তা আইরিশ পত্রিকায় রিপোর্ট হয়েছিল।

অভিযুক্ত ব্যক্তি বলেন যে, তার এবং মেয়েটির মধ্যে যে যৌন সম্পর্ক হয়েছিল সেটি ঘটেছিল দুজনের সম্মতিতেই। তার সিনিয়র পরামর্শক এলিজাবেথ ও’কনেল আদালতে তুলে ধরেন, যা ব্যাপকভাবে মনোযোগ আকর্ষণ করে এবং অনলাইনে সিরিজ ধারাবাহিক বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়।

“এই প্রমাণাদি কি এই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে যে মেয়েটি আসামিকে আকৃষ্ট করেছিল এবং কারও সাথে সাক্ষাত করার জন্য এবং কারো সাথে থাকার জন্য ?” সে প্রশ্ন তোলে।

আপনাকে অবশ্যই দেখতে হবে যে সে কোন ধরনের কাপড় পরতো। সে এমন একটি থং পরেছিল যেটির সামনের দিকে লেস লাগানো।”

বিক্ষোভের শুরু যেভাবে

আদালতের রায়ের ওপর প্রকাশনাটি প্রকাশের পরপরই ব্যারিস্টারের যুক্তিতর্ক সমালোচনা করেন ডাবলিনের রেপ ক্রাইসিস সেন্টার-এর প্রধান। যদিও তিনি রায় নিয়ে কোন প্রশ্ন তোলেননি, তিনি আইনি ব্যবস্থা সংস্কারের দাবি তুলেছেন।

অব্যাহত মিডিয়া নজরদারির মধ্যে আইরিশ সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা আদালতে এ ধরনের বক্তব্যে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে।

Counsel for man acquitted of rape suggested jurors should reflect on underwear worn by the 17yo complainant. Following this wholly unacceptable comment, we are calling on our followers to post a picture of their thongs/knickers to support her with the hashtag #ThisIsNotConsent pic.twitter.com/ZkVU0GVAIN

— I Believe Her – Ireland (@ibelieveher_ire) November 10, 2018
আদালতে এ ধরনের কৌশল উপস্থাপনের প্রতিবাদে আইরিশ নারীরা ‘হ্যাশট্যাগ দিস ইজ নট কনসেন্ট’ দিয়ে সামাজিক মাধ্যমে তাদের আন্ডার গার্মেন্টস এর আকৃতি, রং এবং ম্যাটেরিয়াল এর ছবি তুলে পোস্ট করতে থাকেন।।

অনেকেই অন্যান্য দেশের উদাহরণ তুলে ধরেন যেসব দেশের কঠোর নিয়ন্ত্রণ রয়েছে এবং ধর্ষণের বিচারে কী ধরনের কঠোর ব্যবস্থা নেয়া যেতে পারে এবং কোন কোন ক্ষেত্রে বিচারকরা তাদের অপরাধ বিবেচনায় নিতে পারেন।

আয়ারল্যান্ডের জাতীয় পার্লামেন্টে লেস লাগানো আন্ডারওয়্যার প্রদর্শনের পর মিজ কপিংগার একজন সমর্থককে বলেন, বিচারক এবং কৌসুলিদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করতে হবে।

এই বিচারকে ঘিরে বিতর্ক স্মরণ করিয়ে দেয় দুজন হাই-প্রফাইল রাগবি খেলোয়াড়ের বিচারকে ঘিরে বিক্ষোভের কথা। তাদেরকে এই বছরের শুরুর দিকে ধর্ষণের ঘটনায় নির্দোষ বলে উত্তর আয়ারল্যান্ডের আদালত। এই ঘটনা সীমান্তের দুইদিকেই ব্যাপক বিতর্কের সূত্রপাত ঘটায়।

Thongs are being hung up outside the Spire in Dublin as part of the protest calling for an overhaul in the way rape trials are conducted #rape #consent #rosa pic.twitter.com/zGfl7HFNrW

— Stephanie Rohan (@StephGrogan3) November 14, 2018
বুধবার বিভিন্ন আইরিশ শহরে বিক্ষোভ থেকে যে দাবি তোলা হয়েছে আদালতে ভূক্তভোগীকে দোষারোপের ইতি টানতে হবে।

কর্ক- যেখানে এই বিতর্কিত বিচারকাজ চলেছে সেখানে আনুমানিক ২০০ মানুষ জড়ো হয়েছে কোর্ট-ভবন এর উদ্দেশ্যে পদযাত্রার জন্য এবং এ‌ যাত্রায় আন্ডারওয়্যার থাকবে।

বুধবার পশ্চিমাঞ্চলীয় লিমারিক শহরে বিক্ষোভ হয় এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় ওয়াটারফোর্ড শহরে বিক্ষোভ শুক্রবার।

এসএইচ-২৬/০৩/১২ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র : বিবিসি)

অল্পের জন্য বাঁচলো আন্দালিব রহমান পার্থের মনোনয়ন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে লড়বেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

রোববার যাচাই বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।

তবে, অনেক প্রার্থীর মতো তারও মনোনয়ন বাতিল হতে পারতো বলে জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ।

সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে পার্থ লিখেছেন,

‘কাল্পনিক টেলিফোন বিল বানানো, কোন নাম নাই বিলে …শুধু লিখা ভোলা ১ এম পি …এবং তারিখ যেই সময় আমি সংসদ সদস্য ছিলাম …। এই ফোন আমার না আর এই নাম্বার ও আমি চিনি না… বিলে ঠিকানাও নাই ।

আমার এক শুভাকাঙ্ক্ষী বিল টা দেখে বা জানতে পেরে আমাকে জানায় ..আর .আমার মনোনয়ন টা বেচে যায় ……।।’

স্ট্যাটাসের সঙ্গে তিনি টেলিফোন বিলের দুইটি কপিও যোগ করেছেন।

বিএ-১৮/০৩-১২ (ন্যাশনাল ডেস্ক)

চার বছরের শিশু যেভাবে মায়ের প্রাণ বাঁচাল

সম্প্রতি যুক্তরাজ্যে একটি শিশুর বুদ্ধিমত্তার কারণে বেঁচে গেছে তার মায়ের জীবন। চার বছরের ওই ছোট্ট মেয়েটির নাম কেইটলিন রাইট। দেশটির ডোরসেট অঞ্চলের ছোট গ্রাম আসকার্সওয়েলের বসবাস করে কেইটলিন রাইট ও তার পরিবার।

গত মাসের শুরুর দিকে কেইটলিনের মা হঠাৎ অসুস্থ হয়ে যান। ঘটনার দিন কেইটলিন তার মা শার্লিনের সঙ্গে বাড়িতেই ছিল। এক পর্যায়ে মা শার্লিন জ্ঞান হারান। এমন ঘটনায় ঘাবড়ে যায়নি কেইটলিন। বরং সে স্থানীয় জরুরি নম্বরে ৯৯৯ এ ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নেয়। খবর বিবিসির।

এতো ছোট বয়সে এমন বুদ্ধিমত্তার পরিচয় দেয়ায় কেইটলিনের প্রশংসা করছেন সকলে। এ ব্যাপারে স্থানীয় সাউথ ওয়েস্টার্ন অ্যাম্বুলেন্স সার্ভিস- সোয়াস কর্তৃপক্ষ জানান, ‘এতোটুকু বয়সে এই মেয়েটি যে বিজ্ঞতার পরিচয় দিয়েছে, সেটা তুলনাহীন। সে যেভাবে ফোনের অপর-প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলেছে, তার মায়ের অবস্থা ব্যাখ্যা করেছে সেটা আশ্চর্য হওয়ার মতোই।’

পরে প্যারামেডিক্সরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শার্লিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওই অ্যাম্বুলেন্স সার্ভিসটি শিশুটির সঙ্গে তাদের টেলিফোনের কথোপকথনের অডিও রেকর্ড প্রকাশ করেছে। সেখানে কেইটলিনকে বলতে শোনা যায় যে, ‘মা অজ্ঞান হয়ে পড়েছে এবং তার দেখাশোনা করা প্রয়োজন।’

এ বিষয়ে অ্যাম্বুলেন্স সার্ভিসটির মুখপাত্র জানান, ‘চার বছরের শিশু আমাদের ফোন করে তার উপস্থিত বুদ্ধি, প্রজ্ঞা আর ভীষণ সাহসিকতার পরিচয় দিয়েছে।’ এ ব্যাপারে ওই মা তার মেয়ে কেইটলিনকে ‘লিটল গার্ডিয়ান এঞ্জেল’ বা ‘ক্ষুদে রক্ষাকারী পরী’ হিসেবে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, ‘সেই দিনটার কথা আমার এতোটুকুই মনে আছে যে, কেইটলিনের বাবা কেইটলিনকে বাসায় নিয়ে এসেছেন আর আমার কাছে জানতে চেয়েছেন বাজার করার প্রয়োজন আছে কিনা। তারপর কেইটলিনের বাবা চলে গেলেন। পরে শুধু এটাই মনে আছে যে একজন প্যারামেডিক আমার দিকে তাকিয়ে আছেন।’

তিনি প্রায়ই এভাবে অসুস্থ হয়ে হাত পা কাঁপিয়ে অজ্ঞান হয়ে যান। এ কারণে তার এমন পরিস্থিতির বিষয়ে আশেপাশের মানুষ বেশ সচেতন। এ বিষয়ে কেইটলিনের মা বলেন, ‘আমি প্রায় দিনই এভাবে অজ্ঞান হয়ে যাই। আমার তিন সন্তানই জানে যে সে সময়ে ঠিক কি করতে হবে। আমরা তাদের সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে-পড়িয়ে রেখেছি।’

কেইটলিনের বাবা সায়মন রাইট বলেন, ‘আমরা কেইটলিনকে এটুকুই শিখিয়েছি যে, টেলিফোনের একটি ছোট বোতাম তিনবার চেপে এবং এরপর একটি সবুজ বোতাম চেপে, কিভাবে সাহায্য চাইতে হয়। এই ছোট শিক্ষাটাই আজ শার্লিনকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে। যদি কেইটলিন এমনটা না করতো, তাহলে তো আমাদের আজকে এভাবে একসঙ্গে বসে থাকা সম্ভব হতো না। এটা সত্যিই বিস্ময়কর।’

ওই নারী বলেন, ‘আমার প্রথম চিন্তা এটাই ছিল যে, আমি আমার তিন সন্তানের সাথেই নিরাপদ। এটি সম্ভবত বিশ্বের সেরা অনুভূতিগুলির মধ্যে একটি।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি অসুস্থ বা বিপর্যস্ত থাকেন, দুর্বল হন বা শারীরিক পরিস্থিতি ভাল না হয়, তাহলে এ বিষয়টা খুবই ভীতিকর। কিন্তু আমি জানি যে আমার এই ছোট মেয়েটাও আমার জীবন বাঁচাতে পারে। আমাকে সেদিন বাঁচিয়েছে, আসলে এমন অনেক কিছুই ঘটতে পারত যখন সেখানে কেউ ছিল না।’

কেইটলিনের সেই জরুরি ফোন কলটির জবাব দিয়েছিলেন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তা জেস হডকিনসন। তিনি ঘটনার দিন তিনি এই ছোট্ট শিশুর বুদ্ধিমত্তা দেখে অভিভূত হয়েছিলেন। তিনি জানান, ‘কেইটলিনের সেই বাচ্চা কণ্ঠের আধো আধো বোল শুনে আমি প্রথমে খুব অবাক হয়েছিলাম। তাই শুনেই বুঝেছি যে কোন একটি ছোট শিশু ফোন দিয়েছে। তবে কেইটলিন ছিল ভীষণ সাহসী। সে আমার প্রতিটা প্রশ্নের উত্তর স্পষ্টভাবে এবং আত্মবিশ্বাসের সাথে জানিয়েছে এবং সে জানত যে জরুরী অবস্থায় কী করতে হয়।’

কেইটলিনের এমন কাজের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে প্রশংসা করে কর্তৃপক্ষ। এরপর ব্রিস্টলের বাছে সোয়াসের ৯৯৯ কন্ট্রোল সেন্টারে ঘুরতে যায় কেইটলিন।

এসএইচ-২৫/০৩/১২ (অনলাইন ডেস্ক)

মিরাজ ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে

ঢাকা মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং নৈপুণ্য ছিল মেহেদী হাসান মিরাজের। ১১৭ রানে নেন ১২ উইকেট। ওদিকে ২-০ ব্যবধানে জেতা সিরিজে সাকিব আল হাসান পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। বেশ বড়সড় লাফ দিয়েছেন দুজন।

ঢাকা মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শেষে আপডেট করা হয়েছে র‌্যাঙ্কিং। যেখানে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উপরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমান ১৬তম স্থানে অবস্থান তার। যা তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং। অন্যদিকে সাকিব আল হাসান মিরপুরে ৮০ রানের ইনিংসের সুবাদে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ২১ নম্বরে উঠে এসেছেন। সাত ধাপ এগিয়েছেন টাইগার অধিনায়ক।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ উপরে উঠে এসেছেন ১৩৬ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে ৪৮ নম্বরে অবস্থান করছেন তিনি। তবে দুই ধাপ নিচে নেমে গেছেন মুমিনুল হক। ২৬তম স্থানে আছেন তিনি। সাত ধাপ নিচে নেমে ২৮তম স্থানে আছেন মুশফিকুর রহীম।

ক্যারিবীয়দের মধ্যে ব্যাটিংয়ে শিমরন হেটমায়ার ও বোলিংয়ে জোমেল ওয়ারিকান উপরে উঠে এসেছেন। মিরপুরে প্রথম ইনিংসে ৩৯ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ৯৩ রানের ইনিংস খেলেন হেটমায়ার। এই পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে এখন ক্যারিয়ার সেরা অবস্থান তার। ২৮ ধাপ উপরে উঠে ৫২তম স্থানে অবস্থান করছেন তিনি। ওদিকে বোলারদের মধ্যে ওয়ারিকান দুই ধাপ উপরে উঠে ৬৯তম স্থানে অবস্থান করছেন। বাকীদের বেশিরভাগই র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি বিরাট কোহলি। বোলিংয়ে শীর্ষে কাগিসো রাবাদা। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান।

এসএইচ-২৪/০৩/১২ (স্পোর্টস ডেস্ক)

নিহত চঞ্চলের পরিবারের দায়িত্ব নিলেন এমপি এনামুল

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে নিহত যুবলীগ কর্মী চঞ্চল কুমার সরকারের পরিবারের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। সোমবার তিনি নিহত চঞ্চল সরকারের বাড়িতে যান।

এসময় নিহতের স্বজনদের হাতে সহায়তার নগদ এক লাখ টাকা তুলে দেন। এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার দুপুরে ছুটিকাঘাতে মারাত্মকভাবে আহত হন তাহেরপুর পৌর এলাকার মাস্টার পাড়ার মৃত নরেন্দ্র চন্দ্র সরকারের ছেলে চঞ্চল কুমার সরকার। সাড়ে তিন বছর বয়সী তার এক ছেলে রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান চঞ্চল।

নিহত চঞ্চলের পরিবারের দায়িত্ব নিলেন এনামুলনিহতের স্বজনদের ভাষ্য, নিহত চঞ্চল তাহেরপুর পৌর মেয়র আবুল কালামের অনুসারী ছিলেন। দীর্ঘদিন ধরেই মেয়র ও এমপি এনামুলের রাজনৈতিক বিরোধ চলে আসছে।

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে জেরেই এমপির সমর্থকরা এই হত্যাকণ্ড ঘটান। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন এমপি এনামুল হকের সমর্থক সুমন, বিপ্লব ও মাসুদের নেতৃত্বে পরিরল্পিত এই হামলা হয়।

এ ঘটনায় রোববার দিবাগত রাতে নিহত চঞ্চলের স্ত্রী পপি রানী সরকার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, মামলার তদারকিতে সোমবার দুপুরে ঘটনাস্থলে যান রাজশাহীর জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। এসময় তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন। পরে তিনি নিহত চঞ্চল কুমার সরকারের বাড়িতে যান।

তার স্বজনদের হাতে সহায়তার ২০ হাজার টাকা তুলে দেন। এসময় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দেন পুলিশ সুপার।

বিএ-১৭/০৩-১২ (নিজস্ব প্রতিবেদক)

ইউরো ২০২০ বাছাইপর্বে কে কোন গ্রুপে

রোববার আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয়ে গেল ২০২০ সালের ইউরো কাপের বাছাইপর্বের ড্র। ইউরোপ অঞ্চলের ৫৫টি দল ১০টি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই বাছাইপর্ব। টুর্নামেন্ট শুরু হবে ২০১৯ সালের ২১ মার্চ থেকে। চলবে নভেম্বর পর্যন্ত।

দশটি গ্রুপের মধ্যে প্রথম ৫টি (এ, বি, সি, ডি, ই) গ্রুপে থাকে পাঁচটি করে দল। আর পরবর্তী ৫ গ্রুপে (এফ, জি, এইচ, আই, জে) খেলবে ৬টি করে দল।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুইটি দল সরাসরি খেলবে মূল পর্বে। আর প্লে-অব থেকে নেয়ো হবে আরও চারটি দল।

ইউরো ২০২০ বাছাইপর্বের ড্র :

গ্রুপ ‘এ’ : ইংল্যান্ড, চেক রিপাবলিক, বুলগেরিয়া, মন্টেনেগ্র, কসোভো।
গ্রুপ ‘বি’ : পর্তুগাল, ইউক্রেন, সার্বিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ।
গ্রুপ ‘সি’ : নেদারল্যান্ডস, জার্মানি, নর্দার্ন আয়ারল্যান্ড, এস্তোনিয়া, বেলারুশ।
গ্রুপ ‘ডি’ : সুইজারল্যান্ড, ডেনমার্ক, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, জর্জিয়া, জিব্রাল্টার।
গ্রুপ ‘ই’ : ক্রোয়েশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান।

গ্রুপ ‘এফ’ : স্পেন, সুইডেন, নরওয়ে, রোমানিয়া, ফরো আইল্যান্ড, মাল্টা।
গ্রুপ ‘জি’ : পোল্যান্ড, অস্ট্রিয়া, ইসরায়েল, স্লোভেনিয়া, মেসেডোনিয়া, লাটভিয়া।
গ্রুপ ‘এইচ’ : ফ্রান্স, আইসল্যান্ড, তুরস্ক, আলবেনিয়া, মলদোভা, এন্ডোরা।
গ্রুপ ‘আই’ : বেলজিয়াম, রাশিয়া, স্কটল্যান্ড, সাইপ্রাস, কাজাখাস্তান, সান ম্যারিনো।
গ্রুপ ‘জে’ : ইতালি, বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, আরমেনিয়া, লিচটেন্সটেইন।

এসএইচ-২৩/০৩/১২ (স্পোর্টস ডেস্ক)