রাত ১১:২৪
শুক্রবার
২৬ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৩ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১৭ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

শ্রীলঙ্কায় দেখামাত্র ‘গুলির নির্দেশ’

শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভ ও সহিংসতা থামাতে ‘দেখা মাত্রই গুলির’ নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা ও পুলিশকে এই নির্দেশ দিয়েছে।

এদিন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘যারাই সরকারি সম্পত্তি লুট বা অন্যের জীবননাশের চেষ্টা করবে তাদেরকে দেখামাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হল।’ খবর আলজাজিরার।

কয়েক সপ্তাহের চলমান বিক্ষোভ-প্রতিবাদের প্রেক্ষিতে সোমবার (০৯ মে) পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। এরপর ভারত মহাসাগরীয় দ্বীপদেশটিতে নজিরবিহীন সংঘর্ষ ও সহিংসতা শুরু হয়।

ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী মাহিন্দা ও সরকার দলীয় বেশ কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, সরকার দলীয় যাকেই দেখছে তাকে পেটাচ্ছে জনগণ।

পরিস্থিতি মোকাবিলায় কারফিউ জারি করা হয়। সেই সঙ্গে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনা। শুধু তাই নয়, এরপর এক নির্দেশনায় সেনা ও পুলিশ যে কাউকে বিনা ওয়ারেন্টে আটক করার ক্ষমতা দেওয়া হয়।

এসএইচ-২৯/১০/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

বিয়ের দাবিতে অবস্থান, নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

সন্তান থাকার পরও প্রেমের সম্পর্ক দাবি করে জামালপুর থেকে বরগুনা এসে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অবস্থান নেয়া এক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে বরগুনার মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মাহবুব আলম বরগুনার বেতাগী থানাকে এই আদেশ দেন।

এর আগে গত ২৮ এপ্রিল বরগুনার বেতাগী উপজেলার চান্দখালির এক ব্যাংক কর্মকর্তার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক দাবি করে ওই বাড়িতে অবস্থান করেন জামালপুর থেকে আসা মৌ নামের ওই নারী।

ব্যাংক কর্মকর্তার বাড়িতে অবস্থান করার পর ওই নারীর একের পর এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এতে জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। পরে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন ব্যাংক কর্মকর্তাসহ তার পরিবারের সদস্যরা। এরপর ওই নারী ব্যাংক কর্মকর্তার ঘরে বসবাস শুরু করেন। পরে মঙ্গলবার সকালে স্থানীয় আইনজীবী বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করেন।

এ বিষয়ে আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি বলেন, বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করার পর আদালত ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বরগুনা বেতাগী থানাকে আদেশ দিয়েছেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আদালতের আদেশের কপি হাতে পেলে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ-২৮/১০/২২ (আঞ্চলিক ডেস্ক)

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ

মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি শ্রমিক প্রবেশে আপত্তি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে মালয়েশিয়ান অ্যাসোসিয়েশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনারস (ইখলাস)।

স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে কুয়ালালামপুরের জালান সুলতান ইয়াহিয়া পেত্রার বাংলাদেশ হাইকমিশনের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

এসময় সংগঠনের সভাপতি দাতুক মোহাম্মদ রিদজুয়ান আবদুল্লাহ জানান, সরকারের উচিত দেশে বিদ্যমান বিদেশি কর্মীদের ‘ক্লিনজিং’ অভিযান চালিয়ে হোয়াইটওয়াশ করা।

দেশটিতে নতুন করে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিক প্রবেশের তীব্র আপত্তি জানান তারা। এ বিষয়ে রিদজুয়ান আবদুল্লাহ আরও বলেন, ’ইখলাস এবং আরও বেশ কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও) রাষ্ট্রীয় পর্যায়ে কমিটি গঠন করবে, আমরা জনগণকে প্রতিবাদ জানাতে সমবেত হতে বলব। প্রতিটি রাজ্যে আমরা সবাই জড়ো হব এবং আমরা মানবসম্পদ মন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানাব যদি এই বাংলাদেশি শ্রমিকদের একজনকেও মালয়েশিয়ায় নিয়ে আসা হয়।’

তার মতে, নতুন করে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করলে মালয়েশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলবে এবং অনেক স্থানীয় শ্রমিক তাদের চাকরি হারিয়ে পথে বসবে।

তিনি আরও বলেন, সরকারের উচিত বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল না হয়ে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়ে ও তাদের ভেতর আগ্রহ ও আকর্ষণীয় বেতন স্কেল বাড়ানোর দিকে মনোনিবেশ করা।

তিনি আরও জানান, মালয়েশিয়ার পার্লিস রাজ্যের মোট জনসংখ্যার চেয়ে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিকের আগমন তার চেয়ে বেশি হবে। এই বিদেশি শ্রমিকদের আগমনে দেশের কী হবে তা ভাবতে হবে সরকারকে।

এসময় সমাবেশে যোগদান করেন ইখলাসের আইন উপদেষ্টা দাতুক আজর ইরওয়ান আরিফিন ও সিএমএম প্রতিনিধি জহির খান।

এসময় যে সব অভিবাসী কর্মী দেশটিতে এখনো অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে দ্রুত বৈধ করারও আহ্বান জানান তিনি।

এসএইচ-২৭/১০/২২ (প্রবাস ডেস্ক)

ঈদের পরে আবার কমলো সোনার দাম

ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার থেকে এ দাম কার্যকর হবে।

মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে এ দাম সমন্বয় করার কথা জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ান মার্কেটে সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে ৬ হাজার ৫৬০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম সোনা ৬ হাজার ২৬০ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনা ৫ হাজার ৩৭০ টাকা এবং সনাতন সোনার দাম প্রতি গ্রাম পড়বে ৪ হাজার ৪৭৫ টাকা।

এর আগে ২৫ এপ্রিল ঈদের আগে বাজারে ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ সময় ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৬ হাজার ৬৬০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল ৬ হাজার ৩৬০ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ৪৫০ টাকা এবং সনাতন সোনার দাম ছিল প্রতি গ্রাম ৪ হাজার ৫৫০ টাকা।

প্রতি ভরি স্বর্ণের দাম

নতুন দাম
২২ ক্যারেট: ৭৬ হাজার ৫১৬ টাকা।
২১ ক্যারেট: ৭৩ হাজার ১৭ টাকা।
১৮ ক্যারেট: ৬২ হাজার ৬৩৬ টাকা।
সনাতন: ৫২ হাজার ১৯৬ টাকা।

আগের দাম
২২ ক্যারেট: ৭৭ হাজার ৬৮২ টাকা।
২১ ক্যারেট: ৭৪ হাজার ১৮৩ টাকা।
১৮ ক্যারেট: ৬৩ হাজার ৫৬৯ টাকা।
সনাতন: ৫৩ হাজার ৭১ টাকা।

এসএইচ-২৬/১০/২২ (ন্যাশনাল ডেস্ক)

বিদেশে ১১২ হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তার সিনেমা মানেই সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড়। গুনীন-এর পর এবার আসছে তার সিনেমা ‘পাপ পুণ্য’। যদিও গুঞ্জন উঠেছিল–ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হবে। তবে পরবর্তী সময়ে জানা যায়, ঈদের পরই মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

জনপ্রিয় নির্মাতার এই সিনেমাটি শুধু দেশেই নয়, বাংলাদেশের কোনো সিনেমা হিসেবে প্রথমবারের মতো দেশের বাইরের শতাধিক হলে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে হলের তালিকা। সেখান থেকে দেখা যাচ্ছে, উত্তর আমেরিকার ১১২টি হলে আগামী ২০ মে বাংলাদেশের সঙ্গে একই দিন মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ নিয়ে নির্মাতা সময় সংবাদকে জানান, দেশের বাইরে নিজের সিনেমা মুক্তির বিষয়ে তিনি অত্যন্ত আনন্দিত ।

জানা গেছে, আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স, শোকেইস চেইনে ২৫টি স্টেট-এর ১০৪টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’।

‘মনপুরা’র বিশাল সাফল্যের পর গিয়াসউদ্দিন সেলিম ও চঞ্চল চৌধুরী জুটির সিনেমা নিয়ে দর্শকের বিশাল আগ্রহ রয়েছে। সেই সঙ্গে এ সিনেমায় আছেন আফসানা মিমি, সিয়াম আহমেদ, নবাগত সুমিসহ একঝাঁক তারকা।

এসএইচ-২৫/১০/২২ (বিনোদন ডেস্ক)

করোনায় আক্রান্ত সাকিব, খেলতে পারবেন না প্রথম টেস্ট

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করোনা পজিটিভ হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাই খেলতে পারবেন না চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন।

এর আগে ডিপিএল খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্র ফিরে যান সাকিব। সোমবার (৯ মে) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর কোভিড প্রটোকল অনুযায়ী মঙ্গলবার (১০ মে) তার করোনা টেস্ট করা হয়। সেখানেই পজিটিভ হন তিনি।

এর আগে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, সাকিব দুদিনের (সোম ও মঙ্গলবার) ছুটি নিয়েছেন। আগামী বুধবার দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে সর্বনাশা করোনা সব ভেস্তে দিল।

এদিকে, শ্রীলঙ্কা সিরিজের আগে একের পর এক বিপদে বাংলাদেশ। তাসকিন শরিফুলকে হারানোর পর ডিপিএল খেলতে গিয়ে চোটে পড়ে ছিটকে যান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। এবার করোনার কারণে খেলতে পারছেন না সাকিবও।

ঈদের ছুটি শেষে আবারও সিরিজের ব্যস্ততা বেড়েছে ক্রিকেটারদের। এরই মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন দুই ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে অনুশীলনও শুরু করে দিয়েছে টিম টাইগার্স। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে। ২২ টেস্টে আছে মোটে ১ জয়। সাদা পোশাকে এমন দুর্দশা কাটাতে চায় টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই হোম সিরিজ জয়ে বদ্ধপরিকর মুমিনুল বাহিনী।

সামনে থেকে নেতৃত্ব দিতে চান সিনিয়ররা। নেটে মনোযোগী তামিম ও মুশফিক। দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন সাকিবও। মিরাজের ইনজুরির কারণে দলে সুযোগ পাওয়া নাঈম হাসানের টেকনিক নিয়ে কাজ করেছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ১৫ মে থেকে। তবে, ম্যাচ শুরুর আগে অনুশীলন সেশন নিয়ে বিপাকে ডমিঙ্গোর দল। ঘূর্ণিঝড়ের প্রভাবে কয়েকদিন ধরেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এসএইচ-২৪/১০/২২ (স্পোর্টস ডেস্ক)

শচীনকে সমর্থন করায় অধিনায়ক হওয়ার সুযোগ হারান যুবরাজ!

২০০৭ থেকে ২০১৮–ভিন্ন ভিন্ন সংস্করণে দীর্ঘ ১১ বছর ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে অধিনায়ক ধোনির যাত্রাটা ২০০৭ সালে শুরু হতো না, যদি-না শচীন টেন্ডুলকারকে সমর্থন করার দায়ে যুবরাজ সিংকে তৎকালীন ভারতের হেড কোচ গ্রেগ চ্যাপেল নেতা হওয়া থেকে বঞ্চিত না করতেন, এমনটা দাবি করেছেন যুবরাজ নিজেই।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ ২০০৭ সালে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমারই অধিনায়ক হওয়ার কথা ছিল। তখনই গ্রেগ চ্যাপেল ওই ঘটনা ঘটান। গ্রেগ বা শচীনের মধ্যে একজনকে বেছে নিতেই হতো। আমিই সম্ভবত দলের একমাত্র সদস্য ছিলাম, যে সতীর্থের পাশে দাঁড়িয়ে ছিলাম। যেটা দলের অনেকে এবং বোর্ডের কিছু কর্তাও পছন্দ করেননি। তখনই তারা ঠিক করেন আমার বদলে অন্য কাউকে অধিনায়ক করলে ভালো হবে।’

মূলত টি-টোয়েন্টি ফরম্যাট যখন আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে তখন এতটা জনপ্রিয় ছিল না। যে কারণে এই ফরম্যাটে না খেলার পক্ষেই ছিলেন ভারতের সিনিয়র ক্রিকেটার শচীন, দ্রাবিড়, গাঙ্গুলীরা। তারা চেয়েছিলেন ২০০৭ বিশ্বকাপে যেন তরুণদের নিয়েই খেলা হয়। তবে তাদের এমন পরামর্শের পক্ষে ছিলেন না চ্যাপেল। যে কারণে শুরু হয় দ্বন্দ্ব। আর সেখানে শামিল হন যুবরাজ।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এটা সত্যি কি না, সে ব্যাপারে আমি নিশ্চিত নই। যদিও আমাকে হঠাৎ করেই সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। শেবাগও দলে ছিল না। তাই মাহিকেই অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। আমি অধিনায়ক হব–এ রকম আশা কিন্তু আমার ছিল।’

তবে অধিনায়কত্ব না পাওয়া নিয়ে আক্ষেপ করছেন না যুবরাজ। অবশ্য করবেনই-বা কী করে? ধোনির অধীন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। এরপর ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপও ঘরে তোলে তার অধীন। তা ছাড়া ভারতের ক্রিকেটে ধোনিকে মানা হয় অন্যতম সেরা অধিনায়ক হিসেবে। তবে ভারতের অধিনায়ক হতে পারাটাই যে বিরাট সম্মানের, সে সুযোগ হারিয়ে কিছুটা হতাশও তিনি।

যুবরাজ বলেন, ‘সীমিত ওভারে দলের সহ-অধিনায়ক ছিলাম। তাই আমার নেতৃত্ব পাওয়াই স্বাভাবিক ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেই সুযোগটা পাইনি। অধিনায়ক হিসেবে ধোনি বেশ ভালো কাজ করছিল। আমি অধিনায়ক হলেও আমাকে চোটের জন্য দলের বাইরে যেতেই হতো। তাই আমার কোনো আক্ষেপ নেই ভারতের অধিনায়ক না হতে পারার জন্য। অবশ্যই এটা বিরাট সম্মানের।’

এসএইচ-২৩/১০/২২ (স্পোর্টস ডেস্ক)

কাজে ফিরেই অ্যাকশনে টিটিই শফিকুল

কাজে ফিরেই বিনা টিকেটে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে অন্তত ৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছেন সেই টিটিই শফিকুল ইসলাম। বিনা টিকেটে ট্রেন ভ্রমণকারী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয়দের জরিমানা করে সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি। সমালোচনার মুখে বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর মঙ্গলবার আবারও ট্রেনে উঠে দায়িত্ব পালন শুরু করেন তিনি।

বিনা টিকেটে ট্রেন ভ্রমণকারী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয়দের জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া ও সমালোচনার মুখে সে আদেশ প্রত্যাহারের পর কাজে ফিরেই বিনা টিকেটে ভ্রমণকারী যাত্রীদের জরিমানা করেন টিটিই শফিকুল।

রেলওয়ে সূত্র জানায়, কর্মস্থলে ফেরার পর মঙ্গলবার খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনের মধ্য দিয়ে কাজে ফেরেন তিনি।

সোমবার পুনর্বহালের অফিস আদেশ পেয়ে ঈশ্বরদী জংশন স্টেশনের রেলওয়ে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক কার্যালয়ে স্বপদে যোগদানের আবেদনপত্র জমা দেন শফিকুল ইসলাম।

আবেদন গ্রহণের পর মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে ওঠেন তিনি।

ট্রেনটি বিকেল সাড়ে ৫ টার দিকে গন্তব্যে পৌঁছায়। টিটিই হিসেবে পুনরায় কাজের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার বিনা টিকেটে ভ্রমণকারীদের কাছ থেকে ৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছেন শফিকুল। সন্ধ্যায় চিলাহাটি স্টেশনে রাজস্ব খাতে এ টাকা জমাও দিয়েছেন তিনি।

শফিকুল বলেন, ‘ট্রেনে আজ ৪ জন টিটিই কাজ করছি। এর মধ্যে আমি ৯ হাজার ১০০ টাকা ভাড়াসহ জরিমানা আদায় করেছি। গণনা হওয়ার পর বোঝা যাবে মোট কত টাকা জরিমানা আদায় হয়েছে।’ টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করে রেলের সরকারের রাজস্ব বাড়াতে ভূমিকা রাখতে পেরে খুশি বলেও জানান আলোচিত এই টিকিট চেকার।’

গত ৫ মে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে এসি কেবিনে ভ্রমণকারী রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া ৩ যাত্রীকে জরিমানা করে বরখাস্ত হন টিটিই শফিকুল ইসলাম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। পরে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ দেয় রেল মন্ত্রণালয়।

এসএইচ-২২/১০/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)

শ্রীলঙ্কায় এমপিদের পালানো ঠেকাতে বিমানবন্দর অবরোধ

শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভ-সহিংসতার মধ্যে সংসদ সদস্যরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য দেশটির প্রধান বিমানবন্দর অবরোধ করেছেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা। মঙ্গলবার  লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কাতুনায়েকে অবস্থিত শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর অবরোধ করেছে একদল তরুণ। বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বারে গাড়ি রেখে অবস্থান নিয়েছে তারা। চলমান বিক্ষোভের মধ্যে এমপিদের দেশত্যাগ ঠেকাতে এ ব্যবস্থা নিয়েছে বিক্ষোভকারীরা।

এর আগে, সোমবার বিক্ষোভে অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় এক এমপির অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরেকজন। এদিন শ্রীলঙ্কায় অন্তত অর্ধশতাধিক রাজনীতিবিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা কলম্বো উপকণ্ঠে সরকার দলীয় এমপি অমরাকীর্তি আথুকোরালার গাড়িতে হামলা চালালে তিনি দুজনকে গুলি করেন। এতে একজন মারা যান। এরপর সরকারবিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন। পরে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন ওই সংসদ সদস্য।

এছাড়া, সোমবার রাতে হোমগমার মহাকুম্বুরা এলাকায় সংসদ সদস্য কুমারা ওয়েল্গামার গাড়িতে হামলা চালিয়েছে একদল লোক। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই এমপি।

শ্রীলঙ্কায় দেশব্যাপী কারফিউ সত্ত্বেও ব্যাপক বিক্ষোভ-সহিংসতায় সোমবার থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন, আহত হয়েছেন দেড়শর বেশি মানুষ।

জনতার ক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেছেন লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তবে তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা।

জনরোষ কতটা ভয়াবহ উঠতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজাপাকসে পরিবার। গত রাতে তাদের পৈত্রিক বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ছাড় পায়নি মন্ত্রী সানাৎ নিশান্তার বাড়িও।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, জ্বলন্ত বাড়িগুলো ঘিরে উল্লাস করছে মানুষজন। প্রেসিডেন্টের সরকারি বাসভবনের চারপাশের এলাকাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এসএইচ-২১/১০/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আ.লীগ নেতার অভিযোগ

স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার অনুসারীদের বিরুদ্ধে দলীয় কার্যালয়, দোকান এবং চালাঘর ভাঙচুরের অভিযোগ এনেছেন আব্দুল খালেক নামে এক আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার  দুপুর ১টায় যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আব্দুল খালেক যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য যশোর-৫ মণিরামপুর আসনের সরকার দলীয় সংসদ সদস্য।

লিখিত বক্তব্যে আব্দুল খালেক উল্লেখ করেন, তিনি নিজ বাড়ির পাশে ১৪ দশমিক ২৬ শতাংশ জমি ক্রয় করে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করেন। এছাড়া ওই জমিতে একটি দোকানঘর ও দুটি চালা ঘর নির্মাণ করে ব্যবহার করছিলেন।

গত ৭ মে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য রসুলপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় অংশ নেন। এ সময় তার অনুসারী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ও জামায়াত নেতা মাস্টার ইব্রাহিম হোসেনও মঞ্চে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর তাদের নেতৃত্বে ১৫/২০ জন ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। একইসঙ্গে তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি প্রতিমন্ত্রীকে জানালে তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। ওই রাতে মামলা দিলেও পুলিশ আইনগত কোনো ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় ন্যায় বিচার পেতে তিনি সংবাদ সম্মেলন করেছেন।

এসএইচ-২০/১০/২২ (আঞ্চলিক ডেস্ক)