ভোর ৫:৩৯
রবিবার
৫ ই মে ২০২৪ ইংরেজি
২১ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৬ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

ভোলায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ছাত্রদল নেতা আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ভোলার তজুমদ্দিনে একজনকে আটক করেছে পুলিশ। আটক শাখাওয়াত হোসেন চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। শাখাওয়াত চাঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোস্তফা কামালের ছেলে। সে স্থানীয় একটি এজেন্ট ব্যাংকের কর্মী।

পুলিশ জানায়, বুধবার রাত ১১টা ১৫ মিনিটে শাখাওয়াত তার ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে পোস্ট করেন। পরে স্থানীয়রা তাকে শম্ভুপুর ইউনিয়নের খাসেরহাট বাজারে সিটি ব্যাংকের এজেন্ট শাখায় দেখতে পেয়ে চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়ার মাধ্যমে থানায় খবর দেয়। এরপর পুলিশ তাকে আটক করে।

চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া জানান, আটক শাখাওয়াত হোসেন ছাত্রদলের রাজনীতি করেন। সে এর আগেও প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে নিয়ে কটূক্তি করেছে।

চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব জানান, শাখাওয়াত হোসেন চাচঁড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত আছেন। শুধু প্রধানমন্ত্রীই নয়, যে কাউকে নিয়েই কটূক্তি করা তারা সমর্থন করেন না।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এসএইচ-১৯/০৮/২২ (আঞ্চলিক ডেস্ক)

১২ এপ্রিল থেকে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত।

বৃহস্পতিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগামী ১২ এপ্রিল শুরু হবে এবং চলবে ১০ মে পর্যন্ত।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে কলেজ প্যানেলে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। ১০ মে বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।

এসএইচ-১৮/০৮/২২ (শিক্ষা ডেস্ক)

ইফতার নিয়ে পাকিস্তানের রাস্তায় বাবররা

মহিমান্বিত মাস মাহে রমজান। বরকত এবং পরিশুদ্ধির মাস মাহে রমজান। পবিত্র এ মাসের শুদ্ধতা ছড়িয়ে দিতে এবার ইফতার নিয়ে পাকিস্তানের রাস্তায় নেমে পড়েছেন দেশটির জাতীয় দলের ক্রিকেটাররা।

পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম এবং ডেপুটি শাদাব খান নিজেদের শহর লাহোরে বৃহস্পতিবার ইফতারি বিতরণ করেছেন।

পাকিস্তানি ক্রিকেটারদের মহানুভবতার কথা সবারই জানা। এর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট চলাকালে মিরপুরে ক্ষুধার্ত পাখিকে খাবার দিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিলেন আবিদ আলী। এবার বাবর-শাদাবদের ইফতারসামগ্রী বিতরণের ঘটনাও হৃদয় ছুঁয়ে গেছে ভক্ত-সমর্কদের। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পিএসএলের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ। টানা ব্যস্ত শিডিউলে নিজের শহর লাহোরে পা পড়েনি বাবরের। তবে এবার একটু ছুটি মিলতেই ছুটে গেলেন প্রাণের শহরে। আর সেখানে গিয়েই নেমে পড়লেন সবার মাঝে রমজানের শুদ্ধতা ছড়িয়ে দিতে।

পিএসএলটা দুঃস্বপ্নের মতো গেছে বাবর আজমের। ব্যাট হাতে যেমন ছন্দে ছিলেন না, তেমনি দলও ভরাডুবিতে ছিল আসরজুড়ে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ছন্দে ছিলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে পাঁচ ইনিংসে ব্যাট করে ৭৮ এভারেজে ৩৯০ রান করেছেন বাবর। যার মধ্যে ক্যারিয়ারসেরা ১৯৬ রানের ইনিংসও ছিল। এ ছাড়া দুটি ফিফটিও রয়েছে।

টেস্টের পর ওয়ানডেতে টানা সেঞ্চুরি হাঁকিয়েছেন। যার দরুণ টানা ম্যাচসেরা এবং সিরিজ সেরার পুরস্কারও উঠেছে।

এ ছাড়া একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে দল হেরে গেলেও ৪৬ বলে ৬৬ রানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছিলেন বাবর। গোটা সিরিজেই যেন ‘রানমেশিন’ বাবর আজম। পাগলা ঘোড়ার মতো ছুটছে তার রানের চাকা।

এদিকে বাবর আজমের সঙ্গে ইফতারি বিতরণে অংশ নিলেও অস্ট্রেলিয়া সিরিজে মাঠের বাইরেই ছিলেন ভাইস ক্যাপ্টেন শাদাব খান। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

এসএইচ-১৭/০৮/২২ (স্পোর্টস ডেস্ক)

পেঁয়াজু বিক্রি করেই কোটিপতি মাসুদ

গাজীপুর কালিয়াকৈর। বাজার মোড়ে ফুটপাত। আর সেই ফুটপাতে পেঁয়াজুসহ ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন মাসুদ খান নামে এক বিক্রেতা। সুস্বাদু ও মজার ইফতারি, বিশেষ করে তার দোকানে তৈরি পেঁয়াজুর সুনাম রয়েছে বহুদিন ধরে। ফলে গাজীপুরসহ আশপাশের এলাকার ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রিও চলছে জম্পেশ।

পেঁয়াজুর সুনাম ছড়িয়ে পড়ায় প্রতিদিন ৭০-৮০ হাজার টাকার বেচাকেনা হয়। আর তা পবিত্র রমজানে বেড়ে দাঁড়িয়েছে এক থেকে দেড় লাখ টাকায়। এভাবেই দীর্ঘ ৩০ বছর ধরে ফুটপাতেই ব্যবসা করে আসছেন মাসুদ।

সময় নিউজকে তিনি বলেন, ‘একটা সময় অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। এই ব্যবসা করে বোনদের বিয়ে দিয়েছি, হোটেল করেছি, বাড়িতে বিল্ডিং করেছি। এখন আমার দোকানে ২০-২৫ জন কর্মচারী কাজ করে। আল্লাহর রহমতে বেশ ভালো আছি এখন।’

শুক্রবার (৮ এপ্রিল) সরেজমিন দেখা গেছে, গাজীপুর কালিয়াকৈর বাজার মোড়ের ফুটপাতে প্রতিদিন সকাল ৮ থেকে রাত ৯টা পর্যন্ত চলে পেঁয়াজু বিক্রি। তবে বিকেল ৩টা থেকে শুরু হয় ইফতারসামগ্রী বিক্রি। গাজীপুরসহ আশপাশের কয়েকটি জেলা থেকে মানুষজন পেঁয়াজু ও ইফতারি কিনতে ভিড় করেন। দোকানের মালিক মাসুদসহ চারজন দোকানি বিরতিহীন বিক্রি করেন ইফতারি। দোকানের পাশেই আরও ১৫ জন কর্মচারী কাজ করছেন। কেউ পেঁয়াজ কাটছেন, কেউবা আলু ও বেগুনি চপ বানাচ্ছেন, কেউ আবার পাত্রে ভরে ইফতারি দোকানে নিয়ে আসছেন।

খোঁজ নিয়ে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা মারা যাওয়ার পর পরিবারের ৬ বোন ২ ভাই ও মাসহ ৯ জনের দায়িত্ব পড়ে মাসুদের ওপর। সংসারে হাল ধরতেই কোনো উপায় না পেয়ে ফুটপাতে শুরু করেন পেঁয়াজু বিক্রির কাজ। তার এই সুস্বাদু পেঁয়াজু খেতে ছুটে আসে গাজীপুরসহ আশপাশের জেলার হাজার হাজার মানুষ। পেঁয়াজু বিক্রি করে জায়গা জমির পাশাপাশি তৈরি করেছেন নিজের বাড়ি ও বিয়ে দিয়েছেন বোনদের। বর্তমানে তার দোকানে কাজ করেন প্রায় ২০-২৫ জন কর্মচারী। পেঁয়াজু বিক্রি করে সে এখন কোটিপতি।

১০ বছর ধরে তার দোকানে পেঁয়াজু বিক্রি করছেন বাবু। তিনি জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করেন তিনি। এখানে কাজ করে ১৮ হাজার টাকা বেতন পান। সেই বেতনে পরিবার নিয়ে ভালোই আছেন বলে জানান এই কর্মচারী।

দোকানের ম্যানেজার ওমর উদ্দিন বলেন, ২০ বছর ধরে এই দোকানে কাজ করছি। প্রতিদিন ৭০-৮০ হাজার টাকা বিক্রি হয়। তবে রোজার মধ্যে প্রতিদিন দেড় লাখ টাকার বেশি বিক্রি হয়। এখানে কাজ করে ৩টা মেয়ের বিয়ে দিয়েছি। মাসে এখান থেকে ৪৫ হাজার টাকা বেতন পাই।

স্থানীয় চা-বাগান এলাকার বাসিন্দা সুলতানা খাতুন বলেন, ‘এখানে তৈরি পেঁয়াজু ও ইফতারসামগ্রী তুলনামূলক ভালো। কোনো ধরনের ময়দা বা ভেজাল কিছু দেয় না। যার কারণে আমরা দূর থেকে এখানে ইফতারি কিনতে আসছি।’

এসএইচ-১৬/০৮/২২ (আঞ্চলিক ডেস্ক)

রাবির কৃষি অনুষদের পাশে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পেছনের পুকুর থেকে একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মারুফ হোসেন নামে স্থানীয় এক যুবক ওই মর্টারশেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মটারশেলটি উদ্ধার করে।

মারুফ জানান, শুক্রবার সকালে তিনি হাঁটতে বের হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পুকুরে হাত মুখ ধুতে নামলে তিনি ইটের মতো কিছু একটা দেখতে পান। পরে উপরে তুলে তিনি দেখতে পান এটি একটি মর্টারশেল।

পলিথিনে প্যাচিয়ে তখন তিনি মর্টারশেলটি চারুকলা অনুষদের ফ্লাইওভার সংলগ্ন পুলিশ বক্সের কাছে রেখে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে শুনে এখানে এসে দেখি এটি একটি পুরাতন মর্টার শেল। এরপর বোমা নিষ্ক্রিয় টিমকে খবর দেওয়া হয়। তাঁরা এসে বোমাটি নিষ্ক্রিয় করে। ঐ স্থানটিতে আরো মর্টার শেল আছে কি না তা খোঁজ করা হচ্ছে।

দুপুর সোয়া ১টার দিকে মর্টারশেলটি নিষ্ক্রিয় করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন সদস্যদের একটি এক্সপার্ট টিম।

এসএইচ-১৫/০৮/২২ (নিজস্ব প্রতিবেদক)

শ্রাবন্তীকে বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত!

নতুন জুটি নিয়ে সিনেমা বানাতে পরিচালকরা বেশি আগ্রহী হন। পরিচালক অয়ন দে তার ব্যতিক্রম নন। প্রথমবার বড় দৈর্ঘ্যের ছবি করছেন অয়ন।

হরর থ্রিলার সিনেমা ‘ভয় পেও না’র পরিচালনায় থাকছে টালিউডের নবাগত পরিচালক অয়ন দে। গল্পের প্রয়োজনে চেয়েছিলেন নতুন জুটি। তাই তার নতুন সিনেমা ‘ভয় পেও না’তে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ওম সাহানি একসঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন।

মুখ্য চরিত্রে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন ওম ও শ্রাবন্তী। হরর থ্রিলারে ভরপুর সিনেমার গল্প এগিয়েছে অনন্যা আর ডা. সুশান্তকে কেন্দ্র করে। বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে অনন্যার।

অনন্যার বিরুদ্ধে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত চলে, সেখান থেকেই বেরিয়ে আসে নয়া রহস্য। শাশুড়ি-বউমার দ্বন্দ্ব নিয়ে গল্প এগোবে ক্ল্যাইম্যাক্সের দিকে। গল্পটি লিখেছেন সুপ্রিয় ভৌমিক।

ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ মে। শ্রাবন্তীর সঙ্গে এর আগে ‘হুল্লোড়’ সিনেমায় কাজ করেছেন ওম। তবে এই প্রথম পর্দায় জুটি হিসেবে কাজ করছেন ওম-শ্রাবন্তী। পরিচালক অয়ন বলেন, শ্রাবন্তী বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করলেও হরর ছবি করেননি।

এর আগেও ওম-শ্রাবন্তী দুজন এক ছবিতে কাজ করলেও একে অপরের বিপরীতে কাজ করেননি। অনুপম রায়, অন্তরা মিত্র, রাজ বর্মনের মতো শিল্পীরা গাইবেন সিনেমাটির জন্য। আর সংগীত পরিচালনায় থাকছেন ডাব্বু।

অভিনেত্রী শ্রাবন্তী বর্তমানে সিনেমা থেকে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি বিতর্কে থাকেন। বিয়ে, প্রেম থেকে শুরু করে তার রাজনৈতিক জীবন এখন বেশি চর্চায়। থাকেন সবসময়ই খবরের শিরোনামে।

এসএইচ-১৪/০৮/২২ (বিনোদন ডেস্ক)

চাকরি দিচ্ছে তিতাস গ্যাস

পেট্রোবাংলার প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ৩টি পদে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

পদের বিবরণ:

হিসাব সহকারী (১৩ তম গ্রেড)। পদের সংখ্যা ৪৮টি।
নিরীক্ষা সহকারী (১৩ তম গ্রেড)। পদের সংখ্যা ৮টি।
ক্যাশিয়ার (১৩ তম গ্রেড)। পদের সংখ্যা ১টি।

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.titasgas.org.bd অথবা পেট্রোবাংলার ওয়েবসাইট www.petrobangla.org.bd অথবা tgtdcl.teletalk.com.bd এর মাধ্যমে আবেদনের নিয়ম জানতে পারবেন।

এসএইচ-১৩/০৮/২২ (জবস ডেস্ক)

পেরুতে খাদ্যপণ্যের দাম বাড়ায় বিক্ষোভ, জরুরি অবস্থা

পেরুতে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ দমনে এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর সরকার।

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে দেশটিতে বেড়ে গেছে সব পণ্য ও জ্বালানি তেলের দাম। এরই প্রতিবাদে সপ্তাহব্যাপী শত শত ট্রাকশ্রমিক ও খামারশ্রমিকরা সারা দেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

সম্প্রতি রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) দক্ষিণে ইকাতে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে একজন খামার শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর দেশটিতে আরও তীব্র হচ্ছে আন্দোলন।

সরকারের তরফে ডিক্রি জারি করে সরকারি গণমাধ্যমে বলা হয়েছে, আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে দেশটির সেনা সদস্যরা।

এর আগে মঙ্গলবার জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে পেরুর রাজধানী লিমার রাস্তায় পরিবহন কর্মীরা।

এসএইচ-১২/০৮/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

আফ্রিকার দুর্গে আঘাত বাংলাদেশের

অবশেষে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙল বাংলাদেশ। ৪ রানে জীবন পাওয়া সারিল এরউইকে ২৪ রানের মাথায় ফেরালেন সেই খালেদ আহমেদই। শুক্রবার দুপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিন আফ্রিকা।

এর আগে ইনিংস শুরুর মাত্র তৃতীয় ওভারে খালেদ আহমেদের করা ওভারটির তৃতীয় বলে পুরোপুরি পরাস্ত হন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটার সারিল এরউই। জোরাল আবেদনের পরও আম্পায়ার সাড়া দেননি। সুযোগ ছিল রিভিউ নেওয়ার। কিন্তু রিভিউ না নিয়ে সুযোগ মিস করলেন মুমিনুল।

রিভিউ বাঁচাতে গিয়ে নিশ্চিত সুযোগ হারালেন। পরে রিপ্লেতে দেখা যায়, মুমিনুল রিভিউ নিলে আউট হয়ে এতক্ষণে সাজঘরে ফিরতে হতো উদ্বোধনী এ ব্যাটারকে।

এক উইকেট হারালেও স্বাগতিকদের সংগ্রহ ৬০ ছাড়িয়েছে। এ মুহূর্তে ক্রিজে রয়েছেন অধিনায়ক ডিন এলগার ও কিগান পিটারসেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার দুর্গে প্রথম আঘাতের পর আম্পায়ার এরাসমাসকে লক্ষ্য করে উদ্‌যাপনে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন কি না খালেদ আহমেদ, যা নিয়ে পরবর্তীতে খেলোয়াড়দের সঙ্গে আম্পায়ারদের কিছুটা কথা চালাচালিও হয়।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার, সারিল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইলে ভেরাইন্নে, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সিমন হারমার, লিজাড উইলিয়ামস ও অলিভিয়ের।

এসএইচ-১১/০৮/২২ (স্পোর্টস ডেস্ক)

বউয়ের কাছে আমার কোনো মূল্য নেই শাহিদ কাপুরের

সিনেমাতে শাহিদ কাপুর কখনো দুষ্টু, কখনো মিষ্টি, কখনো রোমান্টিক, কখনো বা অ্যাকশনে মুগ্ধ করেন দর্শকদের। তেমনি বাস্তব জীবনেও তিনি বেশ বৈচিত্র্যময়।

বিয়ে করেছেন নিজের থেকে বয়সে ১৩ বছরের ছোট মীরাকে। কিন্তু তাতে কী ? ‘হোম মিনিস্টার’ বউয়ের সামনে বেশ শান্ত এই নায়ক। বউয়ের সামনে নাকি মুখ খোলারও জো নেই শাহিদের! সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ এমনই তথ্য ফাঁস করেছেন।

স্ত্রী ও সন্তানদের সামনে এই নায়কের কোনো কথা তো চলেই না উল্টো রোজই নিজের বাড়ি থেকে তাকে বের করে দেয় তার বউ। যদিও প্রতিবারই ফের ফিরে আসেন তিনি। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কী জানতে চাইলে তিনি অকপটে বলেন, ‘প্রতিদিন নিজের বউ আর বাচ্চাদের সামনে মনে হয় আমার কোনো মূল্য নেই। কিন্তু আমি এখনও বাড়িতেই থাকি! সাত বছর ধরে আমাকে কেউ বাড়ি থেকে বের করতে পারেনি, মানে আমাকে রোজই বের করে দেওয়া হয়, তবে আমি ফিরে যাই’!

মীরা আর বাচ্চারাই কি শাহিদকে বাড়ি থেকে বার করে দেয়! এমন প্রশ্নে শাহিদ বলেন, ‘একেবারেই নয়। আমার মেয়ে আমাকে আগলে রাখে। কিন্তু এখন ও স্কুল যাওয়া শুরু করেছে। আমার সঙ্গে তখনই অবিচার হয় যখন মেয়ে আমার সঙ্গে থাকে না’।

দাম্পত্য জীবন নিয়ে শাহিদের এই মজাদার জবাব শুনে হাসতে হাসতে কাহিল উপস্থাপক সিদ্ধার্থ কানন । ২০১৫ সালে বিয়ে হয়েছিল শাহিদ-মীরার। বিয়ের পরের বছরই মেয়ে মিশার জন্ম হয়। দুই বছর পর শাহিদ-মীরা’র কোল আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান, জৈন। শাহিদ বলেন পিতৃত্ব তার মধ্যে অনেক পরিবর্তন এনেছে। শাহিদকে আরও বেশি উন্নততর মানুষ হিসেবে গড়ে তুলেছে জীবনের এই পর্যায়, অভিনেতার কথায় পিতৃত্ব একজন মানুষকে আত্মকেন্দ্রিকতার বাইরের জগতটা চিনিয়ে দেয়।

পাশাপাশি অভিনেতা এটাও জানান তার কাজের সবচেয়ে বড় সমালোচক তার স্ত্রী। তিনি বিলেন, তার কোনও ছবি খারাপ হলে সেটা মুখের ওপরই সরাসরি জানিয়েও দেন। সব বিষয়ে স্ত্রীর সঙ্গে মতের মিল হয় না শাহিদের, অভিনেতার কথায় সেটাই একটা সুস্থ ও স্বাভাবিক দাম্পত্যের চাবিকাঠি।

এসএইচ-১০/০৮/২২ (বিনোদন ডেস্ক)