ভোর ৪:৫০
সোমবার
২৯ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৫ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২০ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী

বাড়তে পারে বিদ্যুতের দাম। তাই সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম বাড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না। সবাই যেন প্রস্তুত থাকে, হয় শকড আসবে, না হয় আসবে না। তবে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের চেষ্টা থাকবে বলেও জানিয়েছেন নসরুল হামিদ।

বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম বাড়বে কি না সেটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বলতে পারবে। প্রস্তাব গেছে, সেটা বিইআরসির সিদ্ধান্ত। তবে আমরা চাচ্ছি যতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায়।

তিনি বলেন, আমাদের বড় চ্যালেঞ্জ হলো নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। সারা বিশ্বে তেল ও এলএনজি গ্যাসের দামের যে ঊর্ধ্বগতিসহ জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে সেটাকে মাথায় নিয়ে এগোনো আমাদের জন্য একটি চিন্তার বিষয়। আমরা সবকিছু মাথায় রেখেছি। আশা করছি, সামলাতে পারব।

এক প্রশ্নের জবাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের ক্ষেত্রে আগামী বছরের মধ্যে বাংলাদেশ ভালো অবস্থানে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। বলেন, আমাদের যে প্রকল্পগুলো এখন আছে, সেগুলো নিরবচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্র তৈরি করবে। বিশেষ করে পায়রার ১৩২০ মেগাওয়াট, রামপাল আছে মাতারবাড়ি আছে সবগুলোই কিন্তু নিরবচ্ছিন্ন এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুতের ক্ষেত্র তৈরি করবে।

বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পদক প্রাপ্তির বিষয়ে নসরুল হামিদ বলেন, এ ধরনের সম্মাননা রক্ষা করা এখন আমাদের বড় চ্যালেঞ্জ। আগামী দিনে কীভাবে আরও বড় কাজ করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি।

এ সময় বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ-২২/২৪/২২ (ন্যাশনাল ডেস্ক)

ভিসা ছাড়াই ওমান যেতে পারবেন যারা

ওমানের সঙ্গে কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা মওকুফের চুক্তি করেছে বাংলাদেশ। ফলে তারা (কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারী) ভিসা ছাড়াই ওমান যেতে পারবেন এবং এর মাধ্যমে দু’দেশের মধ্যে দাফতরিক যোগাযোগ ও যাতায়াত সহজ হবে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পারস্পরিক ভিসা মওকুফের এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার ও ওমানের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি।

এর আগে, ওমানের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারির নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে বসেন দীর্ঘদিনের দুই বন্ধুদেশের প্রতিনিধিরা।

বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ওমানের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি।

পররাষ্ট্রসচিব বলেন, সৌহাদ্যপূর্ণ বৈঠকে ব্যবসা বাণিজ্য, শ্রমবাজার, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের রয়েছে ভিশন ২০৪১ এবং ওমানে রয়েছে ভিশন ২০৪০। এ কারণেই দু’দেশ এ সময়ের মধ্যে বেসরকারি ও ব্যবসায়িক খাতে যৌথভাবে কাজ করলে সুফল ভোগ করবে জনগণ।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শেখ খলিফা আল হার্থি বলেন,‍ বাংলাদেশের সঙ্গে ওমান বরাবরই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে। দীর্ঘদিন ধরে জনশক্তি খাতে ওমানে বাংলাদেশের বড় ভূমিকা রয়েছে। এই খাতে আমরা এখান থেকে আরও বেশি দক্ষ জনবল নিতে চাই।

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও সুযোগ থাকায় ওমানের বিনিয়োগ কর্তৃপক্ষের এখানে বিনিয়োগে আগ্রহ রয়েছে বলেও জানান ওমানের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি।

বৃহস্পতিবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন শেখ খলিফা আল হার্থি।

এসএইচ-২১/২৪/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

মক্কা-মদিনায় ইতেকাফে বসতে যা করতে হবে

দীর্ঘ দুই বছর পর সৌদি আরবের মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে ইতিকাফের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা। তবে এজন্য তাদেরকে নির্দিষ্ট কিছু শর্ত ও মানদণ্ড পূরণ করতে হবে।

মসজিদুল হারামের এক নির্দেশনায় বলা হয়েছে, ইতিকাফে বসতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার হারামাইনইনফো নামে এক টুইটার হ্যান্ডেলে প্রকাশিত ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। সকল আবেদন সরকারের একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। ইতিকাফের সময় হবে ১৯ রমজান থেকে ২৯ বা ৩০ রমজান পর্যন্ত।

রমজান মাস প্রায় এসে গেছে। প্রতি বছর রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববি শেষ দশ দিন হাজার হাজার মানুষ ইতিকাফ করেন।

কিন্তু করোনা মহামারির কারণে গত দুই বছর ইতিকাফ-ব্যবস্থা স্থগিত ছিল। এবার রমজানের শেষ ১০ দিন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ইতিকাফের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে বুধবার এক বিবৃতিতে পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস জানান, স্বাস্থ্যবিধি ও নির্দেশনা পালন করে ইতিকাফের অনুমোদন দেওয়া হয়েছে।

২০২০ সাল থেকে বৈশ্বিক করোনা মহামারি সংক্রমণরোধে দুই বছর যাবত মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে সবার জন্য ইতিকাফের অনুমোদন স্থগিত ছিল।

এর আগে রমজানের শেষ ১০ দিনে এ দুই মসজিদে লক্ষাধিক মুসল্লি ইতিকাফ করতেন। তখন ইতিকাফের মুসল্লিদের জন্য বিশেষ তাক, লকার, বিছানা, বালিশ ও ইহরামের কাপড়সহ নানা ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা ছিল।

গত ৫ মার্চ সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধানসহ করোনাবিধি শিথিল করে সৌদি আরব। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি করোনাকালের দীর্ঘ ৩০ মাস পর সাত বছর বা এর বেশি বয়সী শিশুদের মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশের অনুমোদন দেওয়া হয়।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বশেষ ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে পবিত্র কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্বসহ সব ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়। এর আগে গত বছরের ১৭ অক্টোবর সামাজিক দূরত্ব, মাস্ক পরাসহ করোনা বিষয়ক বিধি-নিষেধ শিথিল করেছিল সৌদি সরকার।

২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি করোনা মহামারির প্রাদুর্ভাবের পর প্রথমবারের মতো সতর্কতামূলক কঠোর বিধি-নিষেধ জারি করে সৌদি আরব। তখন ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়।

এরপর জরুরি অবস্থা জারি করে সব ধরনের কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে ধাপে ধাপে সীমিত পরিসরে ওমরাহ ও হজ কার্যক্রমের ব্যবস্থা করা হয়।

এসএইচ-২০/২৪/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

তিন শতাধিক রুশ রাজনীতিকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার কথা জানায় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। রাশিয়ার গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত নারী রাজনীতিক মারিয়া বুতিনাসহ তিন শতাধিক রাজনীতিক নতুন এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এছাড়া ডজনখানেক প্রতিরক্ষা প্রতিষ্ঠানকেও টার্গেট করা হয়েছে।

রাজনীতিকদের সবাই রুশ জাতীয় সংসদের সদস্য। এছাড়া রাশিয়ার সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান সেবারব্যাংক’র প্রধান নির্বাহী কর্মকর্তা হারমান গ্রেফও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

সিএনএন জানিয়েছে, নিষেধাজ্ঞায় রাশিয়ার দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ৪৫০ সদস্যের মধ্যে ৩২৮ জনকে টার্গেট করা হয়েছে। এছাড়া ৪৮টি রুশ প্রতিরক্ষা ও সামরিক রসদ প্রস্তুতকারী কোম্পানিকে পশ্চিমা প্রযুক্তি ও আর্থিক লেনদেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

বেলজিয়ামের ব্রাসেলসে বৃহস্পতিবার পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে এক জরুরি বৈঠক চলছে। এর মধ্যেই মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র।

ইউক্রেন সংঘাত থামাতে মস্কোর ওপর চাপ তৈরি করতেই নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ মেশিনের শক্তিকে লক্ষ্য করেই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে একটি সতর্কবার্তা দিয়েছে। সেখানে রাশিয়া যেন নিষেধাজ্ঞা এড়াতে না পারে সেজন্য স্বর্ণ সংক্রান্ত রাশিয়ার লেনদেনও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে বলে বলা হয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের এক মাস পূর্ণ হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা।

এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ ছাড়া ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।

এসএইচ-১৯/২৪/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

‘মুজিব’ সিনেমার ট্রেলার মুক্তি পাবে কান উৎসবে

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক সিনেমা নির্মাণ করা হয়েছে। জীবনীনির্ভর এ সিনেমার নাম শুরুতে ‘বঙ্গবন্ধু’ রাখা হলেও পরবর্তীতে নাম রাখা হয় ‘মুজিব’।

শোবিজ অঙ্গনের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে বহুল আলোচিত এ সিনেমার টিজার মুক্তি দেওয়া হবে আগামী মে মাসে। এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ‘ভ্যারাইটি’।

সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল ভ্যারাইটিকে জানিয়েছেন, কানের পরিবেশকেরা এ সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে আশা করছি আমরা। কারণ এটি বিশ্বের বৃহত্তম বাজার, যেখানে অন্য যে কোনো উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন।

সেই সঙ্গে বলিউডের এ খ্যাতনামা পরিচালক আরও জানিয়েছেন, সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিসিয়াল টিজার পোস্টার প্রকাশ করা হয়েছে। সেই পোস্টারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। পোস্টারের ট্যাগ লাইনে লেখা আছে ‘একটি জাতির রূপকার’।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন, মুজিবকন্যা শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়াও শতাধিক অভিনয় শিল্পী কাজ করছেন সিনেমাটিতে।

সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

জানা গেছে, সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ‘মুজিব’ সিনেমা মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসএইচ-১৮/২৪/২২ (বিনোদন ডেস্ক)

ইতিহাস সৃষ্টি করে দেশে ফিরলেন সাকিব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ঐতিহাসিক সিরিজ জয় শেষে অসুস্থ পরিবারকে সময় দিতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাত ৯টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন।

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। সঙ্গে একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। তারাও ভর্তি আছেন দাদির সঙ্গে। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠান্ডা-জ্বরে ভুগছেন। সব মিলিয়ে পারিবারিকভাবে বেশ সংকটময় মুহূর্ত পার করছেন টাইগার অলরাউন্ডার।

অন্যদিকে সাকিবের শাশুড়িও ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমন কঠিন পরিস্থিতিতে দলের সঙ্গে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি খেলেছেন টাইগার অলরাউন্ডার। শুধু তাই নয়, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আবার দলের সঙ্গে টেস্ট সিরিজ খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশও করেছেন।

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট সাকিবের খেলার সম্ভাবনা নেই তবে তার দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে। এ সম্পর্কে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব টেস্ট খেলতে চাচ্ছে। মূল কথা হলো টেস্ট খেলতে ওর কোনো আপত্তি নেই। ও দেশে ফিরে আসছে। তার পরিবারের অনেকে অসুস্থ। সমস্যার সমাধান হলে প্রথম টেস্টে সম্ভব না হলে দ্বিতীয় টেস্টে সে খেলতে যাবে।’

আগামী ৩১ মার্চ ডারবানে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ৭ এপ্রিল দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে মুমিনুল হকরা। এদিকে কেপটাউনের ক্যাম্প শেষ করে প্রথম টেস্টের ভেন্যু ডারবানে পৌঁছেছেন সাদা পোশাকের টাইগাররা। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৬ টেস্ট খেলে সবকটিতে হেরেছে বাংলাদেশ, ৫টিতেই ইনিংস ব্যবধানে। আরেকটি টেস্টে হার ৩৩৩ রানে।

এসএইচ-১৭/২৪/২২ (স্পোর্টস ডেস্ক)

ভয়াল ২৫ মার্চ শুক্রবার, গণহত্যার ৫১ বছর

শুক্রবার ভয়াল ২৫ মার্চ, বাঙালির ইতিহাসের এক কালরাত। জাতীয় গণহত্যা দিবস। নিরীহ বাঙালির ওপর হানাদার পাকিস্তানি বাহিনীর চালানো বর্বর গণহত্যার ভয়াবহ স্মৃতিজড়িত ইতিহাসের এক অধ্যায়। ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ। ওই দিন থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

‘অপারেশন সার্চলাইট’ নামে অপারেশনে ১৯৭১ সালের এদিনে নির্বিচার মানুষ হত্যা করে পাকিস্তানের হানাদার বাহিনী। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীল নকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা, যা এ বছরই ৫১ বছর পূর্ণ করছে।

২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হয় বাংলাদেশে। সরকারি এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, গণহত্যা দিবসে শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। এ সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। তবে, ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো ব্ল্যাক আউটের আওতামুক্ত থাকবে।

গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাসদ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর পশ্চিম কমিটি আগামী ২৫ মার্চ, ২০২২ শুক্রবার সকাল ১০টায় মিরপুরে নুরি মসজিদ জল্লাদখানা বধ্যভূমি এবং কেন্দ্রীয় কমিটি ও মহানগর দক্ষিণ কমিটি সকাল ১১টায় রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবে।

জাসদ কেন্দ্রীয় কমিটি সূর্যাস্তের সময় জাসদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে গণশহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন করবে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাত ৮টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করেছে।

১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম ‘অপারেশন সার্চলাইট‘। এই অভিযানের নির্দেশনামা তৈরি করে পাকিস্তানের দুই সামরিক কর্মকর্তা মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও ফরমান আলী। এ নির্দেশনামার কোনো লিখিত নথি রাখা হয়নি। গণহত্যার সেই পুরো নির্দেশ মুখে মুখে ফরমেশন কমান্ডার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়। অনেক পরে, ২০১২ সালে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ‘আ স্ট্রেঞ্জার ইন মাই ওউন কান্ট্রি’ নামে একটি আত্মজীবনী প্রকাশ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত সে আত্মজীবনীতে প্রথমবারের মতো ‘অপারেশন সার্চলাইট‘ সম্পর্কে কিছু তথ্য প্রকাশিত হয়।

‘অপারেশন সার্চলাইট‘ কীভাবে পরিকল্পিত হয়, ১৯৭১ সালের সে স্মৃতিচারণা করে খাদিম হোসেন রাজা লিখেছেন, ‘১৭ মার্চ, সকাল প্রায় ১০টা বাজে। টিক্কা খান আমাকে ও মেজর জেনারেল ফরমানকে কমান্ড হাউসে গিয়ে তার সঙ্গে দেখা করতে খবর পাঠান। খবর পেয়ে আমরা দুজন টিক্কা খানের সঙ্গে দেখা করি। গিয়ে দেখি, সেখানে জেনারেল আবদুল হামিদ খানও রয়েছেন। টিক্কা খান আমাদের বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে শেখ মুজিবের সমঝোতা আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে না। প্রেসিডেন্ট চান আমরা যেন সামরিক অভিযানের প্রস্তুতি গ্রহণ করি এবং সে অনুযায়ী একটা পরিকল্পনা তৈরি করি’। এ ছাড়া আর কোনো মৌখিক বা লিখিত নির্দেশনা আমরা পাইনি। আমাদের বলা হয়, পরদিন ১৮ মার্চ বিকেলে আমরা দুজন যেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে ওই পরিকল্পনা চূড়ান্ত করি।’ পরদিন সকালেই খাদিম হোসেন রাজা তার কার্যালয়ে রাও ফরমান আলীকে নিয়ে বসেন। তারাই গণহত্যার এ অভিযানের নাম দেন ‘অপারেশন সার্চলাইট‘।

মার্কিন সাংবাদিক রবার্ট পেইন ২৫ মার্চ রাত সম্পর্কে লিখেছেন, ‘সেই রাতে ৭ হাজার মানুষকে হত্যা করা হয়, গ্রেফতার করা হয় আরও ৩ হাজার লোক। ঢাকায় ঘটনার শুরু মাত্র হয়েছিল। সমস্ত পূর্ব পাকিস্তান জুড়ে সৈন্যরা বাড়িয়ে চললো মৃতের সংখ্যা। জ্বালাতে শুরু করলো ঘর-বাড়ি, দোকান-পাট। লুট আর ধ্বংস যেন তাদের নেশায় পরিণত হল। রাস্তায় রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো কাক-শেয়ালের খাবারে পরিণত হল। সমস্ত বাংলাদেশ হয়ে উঠলো শকুন তাড়িত শ্মশান ভূমি।’

এই গণহত্যার স্বীকৃতি খোদ পাকিস্তান সরকার প্রকাশিত দলিলেও রয়েছে। পূর্ব পাকিস্তানের সঙ্কট সম্পর্কে যে শ্বেতপত্র পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করেছিল, তাতে বলা হয়, ‘১৯৭১ সালের পয়লা মার্চ থেকে ২৫ মার্চ রাত পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষের জীবননাশ হয়েছিল।’

১৯৭০-এর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও আওয়ামী লীগের কাছে পাকিস্তানি জান্তা ক্ষমতা হস্তান্তর না করার ফলে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনের প্রক্রিয়া চলাকালে পাকিস্তানি সেনারা কুখ্যাত ‘অপারেশন সার্চ লাইট’ নাম দিয়ে নিরীহ বাঙালি বেসামরিক লোকজনের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মীসহ সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা। এদিন দুপুরের পর থেকেই ঢাকাসহ সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করতে থাকে। সকাল থেকেই সেনা কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মত। হেলিকপ্টারযোগে তারা দেশের বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করে বিকেলের মধ্যে ঢাকা সেনানিবাসে ফিরে আসে।

ঢাকার ইপিআর সদর দফতর পিলখানাতে অবস্থানরত ২২তম বালুচ রেজিমেন্টকে পিলখানার বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়।

মধ্যরাতে পিলখানা, রাজারবাগ, নীলক্ষেত আক্রমণ করে পাকিস্তানি সেনারা। হানাদার বাহিনী ট্যাঙ্ক ও মর্টারের মাধ্যমে নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয় এলাকা দখল নেয়। সেনাবাহিনীর মেশিন গানের গুলিতে, ট্যাঙ্ক-মর্টারের গোলায় ও আগুনের লেলিহান শিখায় নগরীর রাত হয়ে উঠে বিভীষিকাময়।

লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এবং লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজীর জনসংযোগ অফিসারের দায়িত্বে থাকা সিদ্দিক সালিক-এর ‘উইটনেস টু সারেন্ডার’ গ্রন্থেও এ সংক্রান্ত একটি বিবরণ পাওয়া যায়। সিদ্দিক সালিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জেনারেল নিয়াজীর পাশেই ছিলেন। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অনুগত পাকিস্তানি হিসেবে পাক সামরিক জান্তার চক্রান্ত তিনি খুব কাছে থেকেই দেখেছেন। ২৫ মার্চ, অপারেশন সার্চ লাইট শুরুর মুহূর্ত নিয়ে তিনি লিখেন ‘নির্দিষ্ট সময়ের আগেই সামরিক কার্যক্রম শুরু হয়ে যায়। এমন আঘাত হানার নির্ধারিত মুহূর্ত (এইচ-আওয়ার) পর্যন্ত স্থির থাকার চিহ্ন বিলুপ্ত হয়ে গেল। নরকের দরজা উন্মুক্ত হয়ে গেল।’

পাকিস্তানি হায়েনাদের কাছ থেকে রক্ষা পায়নি রোকেয়া হলের ছাত্রীরাও। ড. গোবিন্দ চন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ড. মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। ঢাবির জগন্নাথ হলে চলে নৃশংসতম হত্যার সবচেয়ে বড় ঘটনাটি। এখানে হত্যাযজ্ঞ চলে রাত থেকে সকাল পর্যন্ত।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইট পরিকল্পনা বাস্তবায়নের সকল পদক্ষেপ চূড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বঙ্গবন্ধুর এই আহ্বানে সাড়া দিয়ে বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

এসএইচ-১৬/২৪/২২ (অনলাইন ডেস্ক, সূত্র : সময়)

রমজানে ৪ নির্দেশনায় চলবে প্রাথমিক বিদ্যালয়

দেশে এবার প্রাথমিক বিদ্যালয় চালু থাকবে ২০ রমজান পর্যন্ত। এবার রোজায় ৪ নির্দেশনায় চলবে প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনিষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। শুধুমাত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণিপাঠদান পরিচালনার জন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, পবিত্র রমজান মাসে বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লেখিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাসসমূহ বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।

পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে। প্রধানশিক্ষকরা প্রস্তুতকৃত রুটিনটি সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করবেন।

এর আগে, গত ২২ মার্চ ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস কার্যক্রম চালু রাখার পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ২০ রমজান পর্যন্ত প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখা হবে।

এসএইচ-১৫/২৪/২২ (শিক্ষা ডেস্ক)

ভারতে ফিরতেই হলো প্রেমের টানে আসা সেই কিশোরীকে

প্রেমের টানে অবৈধ পথে বাংলাদেশে এসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হওয়া ভারতীয় কিশোরী মনিরা খাতুন ওরফে আসমা বিশ্বাসকে (২০) ১৫ মাস পর তার নিজ দেশে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় সীমান্ত পিলার ৭৬ নম্বরের কাছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়।

এ সময় ওই কিশোরীকে ভারতীয় পুলিশ ও তার মা এবং মামার হাতে তুলে দেওয়া হয়। মনিরা খাতুন ভারতের নদীয়া জেলার ধানতলা থানার চাঁদপুর গ্রামের আইয়ুব আলী বিশ্বাসের মেয়ে।

এর আগে ২০২০ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মহির উদ্দীনের মেহগনি বাগান থেকে ভারতীয় নাগরিক মনিরা খাতুনকে আটক করে ৫৮ বিজিবির সদস্যরা। আটকের পর অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মনিরা খাতুনকে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

পরবর্তীতে ঝিনাইদহ শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজ মনিরা খাতুনকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।

২০২১ সালের মার্চ মাসে আদালত থেকে জামিন পাওয়ার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তাকে ভারতে ফেরত পাঠানো হলো।

মনিরা খাতুন জানান, তিনি নদীয়া জেলার বগুলা শ্রী কৃষ্ণ কলেজের বিএ প্রথম বর্ষে পড়ালেখা করছিলেন। আজ থেকে ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘পিজন মুন’ নামের একটি আইডি থেকে বাংলাদেশের ময়মনসিংহের সরাফাত হোসেন নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কের এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। প্রেমিকের টানেই এবং বিয়ের জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করে ওই কিশোরী। মনিরা খাতুন বাড়ি থেকে পালিয়ে ১৬ হাজার টাকার বিনিময়ে এক দালালের মাধ্যমে রাতের আঁধারে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে মেহগনি বাগানে অবস্থান করছিলেন তার প্রেমিকের জন্য। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

তিনি আরও জানান, আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে জীবনে তিনি চরম ভুল করেছেন। তার মতো এ ভুল সিদ্ধান্ত যেন আর কেউ না করে। জেলে থাকাকালীন তার প্রেমিক কোনোদিনও খোঁজ নেননি বলে জানান মনিরা খাতুন।

মনিরা খাতুনের মামা মো. আরজ ধাবক বলেন, ভাগনি মনিরা খাতুনের জন্য আমাদের পরিবারের সব সদস্য খুব দুশ্চিন্তায় ছিলাম। আজকে মনিরাকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত। মনে হচ্ছে আমরা আজ স্বর্গ হাতে পেলাম।

মনিরা খাতুনের হস্তান্তরের সময় পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুল আলিম, দর্শনা থানা পুলিশের উপ-পরিদর্শক নীতিশ বিশ্বাস, বিজিবির নায়েব সুবেদার মো. আলাউদ্দীন, ওয়েব ফাউন্ডেশন মানবাধিকার কর্মী মো. আতিয়ার রহমান।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে ইমিগ্রেশন অফিসার ইন্সপেক্টর সন্দীপ তিওয়ারি, বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার সুনীল পায়েল, কৃষ্ণগঞ্জ থানার ইন্সপেক্টর বাবিন মুখার্জি ও মানবাধিকার সংস্থার চিত্ত রঞ্জন দে।

এসএইচ-১৪/২৪/২২ (আঞ্চলিক ডেস্ক)

দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে থাকবেন সাকিব!

অনেক জল ঘোলার পর দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছেন সাকিব আল হাসান। দলের জয়ে রেখেছেন অবদান, সাক্ষী হয়েছেন প্রোটিয়া-দুর্গে ঐতিহাসিক সিরিজ জয়ের। রঙিন পোশাকে সফলতা পেলেও এখনো গর্জন তোলা বাকি সাদা পোশাকে। এদিকে পরিবার অসুস্থ হওয়ায় তাকে ফিরে আসতে হয়েছে দেশে। যার ফলে টাইগার অলরাউন্ডার প্রথম টেস্টে থাকছেন না–এটা একপ্রকার নিশ্চিত। তবে তিনি নাকি দলের সঙ্গে যোগ দিতে চান দ্বিতীয় টেস্টে।

পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পরই আলোচনা উঠেছিল–সাকিব বাকি ম্যাচ খেলবেন নাকি দেশে ফিরে যাবেন। তার দেশে ফেরা নিয়ে একেকবার একেক রকম বক্তব্য পাওয়া যায় বিসিবির তরফে। শেষমেশ চূড়ান্ত হয় সিরিজ শেষ করেই দেশে ফিরবেন সাকিব। পরিবারের মায়া ত্যাগ করে সাকিব শেষ পর্যন্ত মাঠে নামেন। সিরিজ নির্ধারণী ম্যাচে তার ব্যাট থেকে আসে জয়সূচক বাউন্ডারিটি।

দক্ষিণ আফ্রিকায় নতুন ইতিহাস তৈরি হলো, সাকিবও দলের জন্য তার দায়িত্ব শেষ করলেন, সফলভাবে। এবার অসুস্থ পরিবারকে সময় দেওয়ার পালা। সে লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশের উদ্দেশে দক্ষিণ আফ্রিকা ছাড়েন টাইগার অলরাউন্ডার। এদিকে বাংলাদেশ প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে আগামী ৩১ মার্চ।

সে ম্যাচে সাকিবকে পাওয়া অনিশ্চিতই প্রায়। তা ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টাইগার অলরাউন্ডারের প্রতি নির্দেশনা আছে, পরিবারের এমন কঠিন সময়ে টেস্ট সিরিজে থাকা না-থাকার সিদ্ধান্ত সাকিবের। তবে সাকিব নাকি সতীর্থদের ছেড়ে আসার সময় বলেছেন,পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ফিরবেন টেস্ট সিরিজের আগেই।

বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ দক্ষিণ আফ্রিকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দ্বিতীয় টেস্টে সাকিবকে পাওয়ার আশা কিছুটা আছে। তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, এটা মেডিকেল কন্ডিশন। কেউ আগে থেকে কিছু বলতে পারছে না। যদি সবকিছু ঠিক থাকে, সাকিব বলেছে সে ফিরে এসে দলের সঙ্গে যোগ দেবে। যদি সম্ভব হয় তার পক্ষে, তাহলে সে যোগ দেবে (প্রথম টেস্টে)। তারপরও যদি না হয়, তাহলে দ্বিতীয় টেস্টের জন্য চেষ্টা করবে।’

এরপর তিনি যোগ করেন, ‘আমি যে বার্তাটা দিতে পাচ্ছি, সাকিব খুব করে চেষ্টা করছে টেস্ট সিরিজ খেলার। সে খেলতে চায়। আমরা (ওয়ানডে) সিরিজ জয় করলাম তাকে নিয়ে। টেস্টেও আমরা চাচ্ছি জিততে। এ জন্য সাকিব ফিরে এসে খেলতে আগ্রহী, যদি সবকিছু ঠিক থাকে।’

অন্যদিকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও জানিয়েছেন, ‘দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব।’

ডারবানে সিরিজের প্রথম টেস্ট শেষে ৭ এপ্রিল দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে মুমিনুল হকরা। এদিকে কেপটাউনের ক্যাম্প শেষ করে প্রথম টেস্টের ভেন্যু ডারবানে পৌঁছেছেন সাদা পোশাকের টাইগাররা। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৬ টেস্ট খেলে সব কটিতে হেরেছে বাংলাদেশ, ৫টিতেই ইনিংস ব্যবধানে। আরেকটি টেস্টে হার ৩৩৩ রানে।

এসএইচ-১৩/২৪/২২ (স্পোর্টস ডেস্ক)