রাত ১১:১৬
রবিবার
২৮ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৫ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১৯ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

আজারবাইজানকে তুরস্কের সমর্থন, রাশিয়াকে পাশে চায় আর্মেনিয়া

নাগরনো-কারাবাখ নিয়ে আবারও যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। ইতোমধ্যে এই লড়াই উভয় পক্ষের ১৫৫ জন সেনা নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আজারবাইজান।

নিহতদের মধ্যে আর্মেনিয়ারই রয়েছে ১০৫ জন। বিপুল সৈন্য বন্দি আজেরি সামরিক বহরের হাতে। এ পরিস্থিতিতে মুসলিম রাষ্ট্র আজারবাইজানের স্পষ্ট হুঁশিয়ারি, এখনও সংযত না হলে চরম মূল্য দিতে হবে প্রতিবেশিকে।

অন্যদিকে, পরিস্থিতি মোকাবেলায় রুশ নেতৃত্বাধীন যৌথ প্রতিরক্ষা জোটের সহায়তা চেয়েছে আর্মেনিয়া। আর তুরস্ক অকুণ্ঠ সমর্থন দিচ্ছে আজারবাইজানের প্রতি। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধে লিপ্ত রাশিয়া সহযোগিতার আশ্বাস দিয়েছে মিত্র আর্মেনিয়াকে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, চলমান সীমান্ত সংঘাতে মুসলিম আজেরি ভাইদের জয় নিশ্চিত। কারণ, আর্মেনিয়া অস্ত্রবিরতি লঙ্ঘন করে জড়িয়েছে নতুন সহিংসতায়।

আর রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সময়ের সাথে আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। নিকোল প্রশাসন রুশ পরিচালিত সিএসটিও জোটের সামরিক সহায়তার আহ্বান জানিয়েছে। বিষয়টি পর্যালোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত আসবে।

এসএইচ-২৮/১৫/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

ইলন মাস্কের প্রেমপত্র নিলামে তুললেন প্রেমিকা!

নব্বই দশকে ইলন মাস্কের প্রেমের কাহিনী প্রকাশ্যে এনেছেন জেনিফার গোয়েন নামের এক তরুণী। ফাঁস করেছেন ইলনের লেখা প্রেমপত্র আর উপহারও।

প্রাক্তন এই প্রেমিকার দাবি, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়ার সময় দুজন দুজনের প্রেমে মজেছিলেন তারা।

১৯৯৪ সালের সেই প্রেমের সম্পর্কের দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেছে। তবুও সেই সুখস্মৃতিগুলো এখনও যত্নে আগলে রেখেছেন জেনিফার।

তবে ভবিষ্যতে সে সব জিনিস আর নিজের কাছে রাখতে চান না তিনি। তাই ইলনের দেয়া জন্মদিনের কার্ড, চিঠি ও কম বয়সের নানা কীর্তিকলাপের ছবি থেকে সোনার লকেট— সবই নিলামে তুললেন তিনি।

নিলামের প্রেমের সব স্মৃতির মধ্যে ইলনের প্রেমপত্রের নিলাম দামই সবচেয়ে বেশি উঠেছে। যার মূল্য ১২ হাজার ডলারেরও বেশি।

প্রাক্তন প্রেমিকাকে একটি সোনার লকেট উপহারও দিয়েছিলেন তিনি। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ ডলার। সে সময়ের দুজনের তোলা প্রিয় মুহূর্তের একটি ছবির দাম ছাড়িয়েছে লাখ টাকারও বেশি।

এসএইচ-২৭/১৫/২২ (বিনোদন ডেস্ক)

অজয়ের বিরুদ্ধে মামলা

বলিউড অভিনেতা অজয় দেবগনের পরবর্তী সিনেমা ‘থ্যাঙ্ক গড’। ইন্দ্র কুমার পরিচালিত এ সিনেমা আগামী ২৪ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তি উপলক্ষে সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলার প্রকাশের পরই বিপত্তি বাধে। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ এনে অভিনেতা অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা এবং পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভারতীয় এক আইনজীবী।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘থ্যাঙ্ক গড’ সিনেমার পরিচালক ইন্দ্র কুমার, অভিনেতা অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রার বিরুদ্ধে জৌনপুর আদালতে মামলা করেছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব। আইনজীবী অভিযোগ এনেছেন, সিনেমাটির ট্রেইলারে ধর্মকে উপহাস এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর আবেদনকারী তার বিবৃতি রেকর্ড করতে আদালতে হাজির হবেন।

হিমাংশু শ্রীবাস্তব বলেন, ‘চিত্রগুপ্তের চরিত্রে দেখা যায় অজয় দেবগনকে। চিত্রগুপ্তকে কর্মের প্রভু হিসেবে গণ্য করা হয়। তিনি একটি দৃশ্যে কৌতুক করতে করতে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। ঈশ্বরের এই ধরনের চিত্রন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।’

গত সপ্তাহে প্রকাশিত হয়েছিল থ্যাঙ্ক গড-এর প্রথম ট্রেলার। এতে অজয় দেবগনকে চিত্রগুপ্ত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ট্রেলারে আরো দেখা গেছে, সিদ্ধার্থ মালহোত্রা একটি দুর্ঘটনায় মারা যায় এবং পরে চিত্রগুপ্তের সাথে দেখা হয়।

যিনি তাকে তার জীবদ্দশায় তার কাজের হিসাব দেখান। চিত্রগুপ্তকে সিনেমায়, হিন্দু দেবতা হিসেবে দেখানো হয়েছে। সেই সাথে পৃথিবীতে একজন ব্যক্তির ভালো এবং মন্দ কাজের রেকর্ড রাখার দায়িত্ব পালন করেন অজয়।

‘থ্যাঙ্ক গড’ সিনেমায় আরো অভিনয় করেছেন—রাকুল প্রীত সিং, কিকা সারদা, সীমা, ঊর্মিলা। তাছাড়া সিনেমাটির আইটেম গানে দেখা যাবে নোরা ফাতেহিকে।

এসএইচ-২৬/১৫/২২ (বিনোদন ডেস্ক)

সন্তান প্রসবের পরই পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী

পিরোজপুরে এক এসএসসি পরীক্ষার্থী রাতে সন্তান প্রসব করে সকালেই পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিয়েছেন।

ওই এসএসসি পরীক্ষার্থীর নাম হাসিনা আক্তার। তিনি সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মো. হালিম হোসেন হাওলাদারের মেয়ে ও স্থানীয় দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষায় পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়েছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী হাসিনা। সে গতরাত সাড়ে ১২টার দিকে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তিনি বলেন, হাসিনা আক্তার বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী।

হাসিনার মা সাজেদা বেগম জানান, তার মেয়ের এক বছর আগে জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে মো. রাহেন ফকিরের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে স্বাভাবিকভাবে (নরমাল) একটি পুত্র সন্তানের জন্ম দেন।

তিনি জানান, হাসিনা পড়া-লেখায় অত্যন্ত মেধাবী ও আন্তরিক। তাই সে রাতে বাচ্চা প্রসব করেও অনেক কষ্ট করে হলেও সকালে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষ দিয়েছে।

হাসিনার স্বামী রাহেন ফকির বলেন, লেখাপড়ার প্রতি হাসিনার এমন আগ্রহ দেখে আমরা মুগ্ধ হয়েছি। তার সামনের দিনের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে তাকে সার্বিকভাবে সহযোগিতা করব।

এসএইচ-২৫/১৫/২২ (আঞ্চলিক ডেস্ক)

১৯ জেলা পরিষদে চেয়ারম্যান পদে একক প্রার্থী

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রায় এক-তৃতীংশ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তফসিল ঘোষিত ৬১টি জেলা পরিষদের মধ্যে ১৯টি জেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় শেষে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসির প্রতিবেদনের তথ্যমতে, ৬১ জেলার এ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬২ জন, সাধারণ সদস্য পদে এক হাজার ৯৮৩ জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭১৫ জন।

চেয়ারম্যার পদে একজন করে প্রার্থী রয়েছেন ১৯ জেলায়। এই জেলাগুলো হচ্ছে— গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরিয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট।

ইসি জানায়, জেলা পরিষদের চেয়ারম্যান পদে সর্বোচ্চ ৬ জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন দুটি জেলায়। জেলা দুটি হলো— কিশোরগঞ্জ ও চাঁদপুর। এছাড়া ১২টি জেলায় দুই জন করে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে রিটার্নিং কর্মকর্তারা একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন। তবে মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার সময় শেষ হলে একক প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।

এসএইচ-২৪/১৫/২২ (ন্যাশনাল ডেস্ক)

ছেলে সচিব হয়েছেন, খুশিতে অফিসে ফুল নিয়ে হাজির মা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। ছেলের এ সাফল্যে অফিসে ছুটে এসেছেন বৃদ্ধ মা। ফুল নিয়ে এসে জানিয়ে গেছেন শুভেচ্ছা।

বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির প্রজ্ঞাপন জারির পর দুপুরে সচিবালয়ে ছেলের অফিসে ছুটে আসেন তার মা রাবেয়া বেগম। এরপর ফুল দিয়ে ছেলেকে শুভেচ্ছা জানান।

কাজী ওয়াছি উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার পদোন্নতিতে মা অনেক খুশি হয়েছেন। আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে অফিসে এসেছিলেন। প্রধানমন্ত্রীকে দোয়াও করেছেন।’

রাবেয়া বেগমের ৭ সন্তানের মধ্যে কাজী ওয়াছি উদ্দিন দ্বিতীয়।

পদোন্নতির প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ কাজী ওয়াছি উদ্দিনের ক্ষেত্রে ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এসএইচ-২৩/১৫/২২ (ন্যাশনাল ডেস্ক)

বলিউডে গাইবেন ‘মানিকে মাগে হিথে’র ইয়োহানি

সিংহলি ভাষায় ‘মানিকে মাগে হিথে’ গিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তোলেন শ্রীলঙ্কান তরুণী ইয়োহানি ডি সিলভা। তার গাওয়া গানটির সুর ও গায়কি বিশ্বজুড়ে প্রশংসিত হয়। এবার তিনি পা দিতে যাচ্ছেন ভারতের বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন সিনেমা ‘থ্যাংক গড’-এর ট্রেলার। এই সিনেমায় ‘মানিকে মাগে হিথে’র হিন্দি ভার্সন গাইবেন ইয়োহানি।

সংবাদমাধ্যমকে তিনি জানান, হিন্দি ভাষায় গান গাওয়াটা তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। এজন্য তাকে অনেক হিন্দি গান শুনতে হয়েছে।

সেই সাথে হিন্দি ভাষায় দক্ষতা বাড়াতে তিনি অনলাইনে ক্লাসও করেছেন। উচ্চারণ, গানের টান সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে এসব কখনও করেননি। তাই এটা তার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।

১৯৯৩ সালের ৩০ জুলাই শ্রীলঙ্কার কলম্বো শহরে ইয়োহানির জন্ম। ছোট থেকেই গানের প্রতি আগ্রহ ইয়োহানির। সংগীতেই তৈরি করতে চেয়েছিলেন নিজের ক্যারিয়ার। ইয়োহানি পড়াশোনা করেছেন যুক্তরাজ্যে। লজিস্টিক ম্যানেজমেন্ট ও প্রফেশনাল অ্যাকাউন্টিং বিষয়ে ডিগ্রি আছে তার।

এসএইচ-২২/১৫/২২ (বিনোদন ডেস্ক)

টাকা দিয়ে চাকরি না পেয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেয়ার নামে অর্থ আত্মসাতের মামলা হয়েছে।

রাজশাহীর দুর্গাপুর আমলি আদালতে বৃহস্পতিবার সকালে এ মামলা দায়ের করেন দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি রানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দেয়ার নাম করে আতিকের কাছ থেকে গত ৩১ মার্চ নগদ ৯০ হাজার টাকা এবং ডাক বিভাগের অনলাইনের (নগদ) মাধ্যমে দশ হাজার টাকা নেন।

২০২২ সালের মে মাসে সাকিবুল বাদীকে চাকরি পাইয়ে দিবে বলে কথা দেয়। এরপর সময় অতিক্রান্ত হওয়ার পরও রানা চাকুরি দিতে না পারায় আতিক টাকা ফেরত চান রানার কাছ থেকে। পরে রানা আগামী ২ মাসের মধ্যে পুরো টাকা এক সঙ্গে ফেরত দেয়ার আশ্বাস দেন। কিন্তু দুই মাস পার হলেও টাকা ফেরত দেয়নি।

পরে আতিকুর রহমানের পক্ষে একটি মামলা দায়ের করেন আইনজীবী ইমরান কলিম খান। তিনি জানান, এটি প্রতারণার মামলা। টাকা গ্রহণের কাগজপত্রও আদালতে উপস্থাপন করা হয়েছে।

আইনজীবী বলেন, দুর্গাপুর আমলি আদালতে এ মামলাটি দায়ের করা হয়েছে। বিচারক মো. লিটন হোসেন আগামী ১২ ডিসেম্বর আসামিকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

এসএইচ-২১/১৫/২২ (নিজস্ব প্রতিবেদক)

পৃথিবী বাঁচাতে পুরো কোম্পানি দান

মৃতপ্রায় পৃথিবী ও এর পরিবেশ বাঁচাতে দীর্ঘ ৫০ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা বিশাল কোম্পানির পুরোটাই দান করে দিচ্ছেন মার্কিন বিলিয়নিয়ার ইভন চৌইনার্ড।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে তথা বিশ্ব উষ্ণায়ণ প্রতিরোধে কয়েকশ কোটি টাকার সম্পদ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই উদ্দেশে নিজেদের উপার্জনও দান করবেন বলে ঠিক করেছেন ইভানের স্ত্রী ও দুই সন্তান।

এ মুহূর্তে বিশ্ব যেসব হুমকি মোকাবিলা করছে, তার মধ্যে জলবায়ু পরিবর্তন সবচেয়ে বড় হুমকি। এর বিরূপ প্রভাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী নামক আমাদের এ গ্রহ। একে বাঁচাতে তাই সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা পরিকল্পনা নেয়া হচ্ছে।

পৃথিবী বাঁচানোর এ সংগ্রামে এবার নিজের সর্বস্ব নিয়ে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ইভন চৌইনার্ড। ৮৩ বছর বয়সী প্রকৃতিপ্রেমিক ইভন যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে আল্পস পর্বতারোহণের জন্য বিখ্যাত হয়ে ওঠেন।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড ‘পাতাগোনিয়া’র মালিক তিনি। তার মোট সম্পদের পরিমাণ ১২০ কোটি ডলার। এছাড়া কোম্পানির ব্রান্ডমূল্য প্রায় ৩০০ কোটি ডলার। মোট ৪২০ কোটি ডলারের কোম্পানি।

বুধবার ইভন ঘোষণা দেন, তার কোম্পানির যাবতীয় সম্পদ জলবায়ু সংকট মোকাবিলা, জীববৈচিত্র্য ও বনভূমি রক্ষার কাজে ব্যয় করা হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করে এমন অলাভজনক একটি সংস্থাকে এসব সম্পদ দেয়া হবে। ঘোষণাটি এদিন পাতাগোনিয়ার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

ঘোষণাপত্রে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ব্যাখ্যা করে চৌইনার্ড লিখেছেন, ‘আমাদের যদি একটি সমৃদ্ধ গ্রহের কোনো আশা থাকে তাহলে আমাদের সকলকে আমাদের যে সম্পদ আছে তা নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। এ মুহূর্তে এটাই আমাদের করণীয়।’

তিনি আরও বলেন, ‘যদিও আমরা পরিবেশগত সংকট মোকাবিলার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, তারপরও এটি যথেষ্ট নয়। কোম্পানির মূল্যবোধ অক্ষুণ্ন রেখে সংকট মোকাবিলায় আমাদের আরও অর্থ ব্যয় করার উপায় খুঁজে বের করতে হবে।’

পুরো কোম্পানি দান করে দেয়ার ব্যাপারে চৌইনার্ড বলেন, ‘আমাদের সামনে একটা অপশন ছিল, পাতাগোনিয়া বিক্রি করে দেয়া এবং সেই অর্থ দান করা। কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি যে নতুন যে মালিক আসবেন তিনি আমাদের মূল্যবোধ বজায় রাখবেন বা বিশ্বজুড়ে আমাদের লোকদেরকে চাকরিতে বহাল রাখবেন।’

এই কারণেই ইভনের সিদ্ধান্ত, কোম্পানি আগের মতোই চলবে। কেবল এর যাবতীয় লভ্যাংশ কাজে লাগানো হবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে। চৌইনার্ড পরিবার কোম্পানি থেকে কোনো অর্থ নেবে না। তবে কোম্পানির পরিচালনা পর্ষদে যুক্ত থাকবে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাতাগোনিয়া পারপাস ট্রাস্ট অ্যান্ড হোল্ডফাস্ট কালেক্টিভ নামে একটি ট্রাস্ট অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করা হবে। চৌইনার্ড পরিবার ওই ট্রাস্টের দেখভাল করবে।

এসএইচ-২০/১৫/২২ (অনলাইন ডেস্ক)

বাংলা ১ম পত্রের পরীক্ষায় ২য় পত্রের প্রশ্ন বিতরণ

এসএসসি পরীক্ষার প্রথমদিনে নড়াইলের চারটি কেন্দ্রে বাংলা ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) সরবরাহের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার কালিয়া উপজেলার কালিয়া প্যারি শংকর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্র ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তবে তৎক্ষণাৎ বিষয়টি নজরে আসায় ১ম পত্রের প্রশ্ন পরিবর্তন করে দেয়ায় এতে বিশেষ কোনো সমস্যা হয়নি বলে জানান কর্তৃপক্ষ।

প্যারি শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি রানী বৈরাগী জানান, প্যাকেটের ওপরে বাংলা প্রথম পত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয় পত্রের প্রশ্ন ছিল। প্রশ্ন বিতরণের পর বিষয়টি নজরে আসলে তা পরিবর্তন করে প্রথম পত্রের প্রশ্ন সরবরাহ করে পরীক্ষা নেয় হয়েছে।

লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া বলেন, ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ও দিঘলিয়া নবগঙ্গা কলেজ কেন্দ্রে এমসিকিউ প্রশ্নে একটি করে প্যাকেটের ওপরে বাংলা প্রথম পত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয় পত্রের প্রশ্ন ছিল। পরীক্ষার্থীদের মাঝে বিতরণের আগেই বিষয়টি নজরে আসায় কোনো প্রকার সমস্যা হয়নি। নির্ধারিত প্রথম পত্রে পরীক্ষা নেয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান জানান, প্রশ্নপত্র বিভ্রাটের বিষয়টি যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে যথাযথ ভাবে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়েছে। বিশেষ কোনো সমস্যা হয়নি বলে শিক্ষা কর্মকর্তা দাবি করেন।

এসএইচ-১৯/১৫/২২ (আঞ্চলিক ডেস্ক)